আমাদের কথা খুঁজে নিন

   

ভরসা আর নির্ভরতায় যত আনন্দ ©

ছোটবেলাটা বেশীর ভাগ লোকেরই খুব সুন্দর কাটে। মানুষের কাছে স্বরণীয় হয়ে থাকে তার ছেলেবেলা, শৈশব। এর কারণ কী? নিশ্চয় একেক জন একেক রকম বলবে। সকলে তো একই জিনিস থেকে আনন্দ খুজে পাবেনা। সকলেরই নিজের নিজের ভালোলাগা, পছন্দ-অপছন্দ আছে।



.... কিন্তু একটা ব্যাপারে সবাই একমত হবেন, সেটা হল ছোটবেলাটা দুশ্চিন্তাহীন কাটে। যেকোন ব্যাপারেই আমাদের ভরসা থাকে বাবা-মা তো আছেই চিন্তা কিসের। সেটা পকেট খরচ হোক, অসুস্থতা হোক, কারও সাথে ঝগড়া হোক বা অন্য কিছু...

বাবা-মার উপর সকল দায়িত্ব থাকে বলেই হয়ত দুশ্চিন্তাহীন থাকা যায়। এই যে ভরসা বা মাথার উপর হাত থাকা... এটার যে কী আনন্দ তা আমরা ছোটবেলায় নিশ্চয় পেয়েছি। আর সেটার আজ অভাববোধও করছি খুব।



.... ঠিক এই আনন্দ পাওয়া সম্ভব যদি আল্লাহর উপর আমরা পুরোপুরিভাবে ভরসা করতে পারি এবং তাঁকে অবিভাবক রুপে গ্রহন করতে পারি। যেকোন কাজ, স্বাস্থ্য, বিপদ, ভয়ে যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস করি যে তিনি তো আছেনই, সব ঠিক করে দেবেন তাহলে দুশ্চিন্তাহীনভাবে সেই ছোটবেলার মতোই মজা নেওয়া সম্ভব।

মহান আল্লাহ বলেন,
☀ 'আর তোমরা যদি মুমিন হও, তাহলে আল্লাহরই উপর ভরসা করো'। [সুরা মাইদাহ/২৩]
☀ 'আর মুমিনদের উচিত, আল্লাহর প্রতিই নির্ভর করা'। [সুরা আলে ইমরান/১২২]।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।