আমাদের কথা খুঁজে নিন

   

সেরা ক্রিকেট টীম কিভাবে পাবো??

কোনো চীফ সিলেক্টরের দরকার নাই দরকার ডাটা কালেক্টরের, তারা ঘরোয়া লীগের খেলায় কে কেমন খেলল সেই ডাটা কালেক্ট করবে। পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম ২০ জন পারফর্মার সিলেক্ট হবে টীমের জন্য। ফরমেশন হবে ৫ বোলার-৫ অলরাউন্ডার-৫ব্যাটসম্যান। একাদশে খেলবে ৪ বোলার -৩ অলরাউন্ডার- ৪ ব্যাটসম্যান। সবই নির্ধারিত হবে পারফরমেন্সের ভিত্তিতে, এজন্য সব ডাটা কালেক্ট করতে হবে এভারেজ, স্ট্রাইক রেট এটিচুড, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সব (আমার মনে হয় এই কাজটা ক্রীড়া সাংবাদিকরা অতি আনন্দের সাথে করবে)

আপনে ভাতিজা বা ভায়রা বা নাম্বার ওয়ান, যেই হন না ক্যান আপনাকে দলে ঢুকতে হবে পারফর্ম করে। লিস্টের প্রথম দিকে না থাকলে আপনে বাদ। আপনে ঘরোয়া লীগ খেলেন নাই বাইরে খেলতে গেছেন? সমস্যা নাই ওখানে তো আপনে খেলতেই গেছেন সেখানেও আপনার পারফরম্যান্স বিশেষভাবে দেখা হবে আপনারে যেই ক্লাব নিবে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে সো আপনাকে ভালো খেলতেই হবে।

টিম সিলেকশন শেষ, এবার আপনাকে টীমে টিকে থাকতে হলেও পারফর্ম করতে হবে, আপনি সুযোগ পাবেন ১০ ওয়ানডে ১০ টি টুয়েন্টি ও ৫ টেস্ট আপনি ব্যাটসম্যান হলে এই ম্যাচ গুলোতে আপনাকে রান করতে হবে যথাক্রমে কমপক্ষে ৩৪০টি স্ট্রাইকঃ ৭৫-৮৫, ৩০০টি স্ট্রাইকঃ ১১০-১২০ এবং ৪০০টি, টেস্টে স্ট্রাইক দরকার নাই। বোলার হলে এই ম্যাচ গুলোতে আপনাকে উইকেট নিতে হবে যথাক্রমে কমপক্ষে ১৭টি ইকোঃ ৫-৬, ১৩ টি ইকোঃ ৬-৮ এবং ১৫টি ইকোঃ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।