আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের সহজ জয়

দক্ষিণ আফ্রিকার আত্মা কাঁপিয়ে দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজেদের সম্ভাবনা ভালোই জানান দিল হল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করে তুলল ৪ উইকেটে ১৫১। তবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে এ রান পেরিয়ে যেতে খুব একটা সমস্যা হয়নি। ব্লাক ক্যাপসরা জিতল ৬ উইকেটে, ৬ বল বাকি থাকতেই।
প্রথমে ব্যাট করে পিটার বোরেন ও টম কুপারের দারুণ দুটি ইনিংসের সৌজন্যে লড়াই করার পুঁজি পায় ডাচরা।

বোরেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৯। এ দিনও কুপার ছিলেন ছন্দে, করেন ২৩ বলে ৪০। বোরেন-কুপার এর চতুর্থ উইকেট জুটিতে আসে সর্বোচ্চ ৬০।
১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মার্টিন গাপটিল ফিরিয়ে ক্ষীণ আশা জ্বালিয়ে দেন ডাচ বোলার ফন গুগটেন । এরপর অবশ্য তেমন কোনো অঘটন ঘটার সুযোগ দেননি ব্লাক ক্যাপস ব্যাটসম্যানরা।

দলকে জেতাতে সামনে থেকেই এদিন নেতৃত্ব দিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। সর্বোচ্চ ৬৫ আসে ম্যাককালামের ব্যাট থেকে। ম্যাচসেরাও তিনি। ৬ উইকেট হাতে রেখে ৬ বল বাকি থাকতেই জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। ডাচদের মধ্যে সবচেয়ে সফল গুগটেন।

নিউজিল্যান্ডের চার উইকেটের তিনটিই পেয়েছেন এ ডানহাতি পেসার।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.