আমাদের কথা খুঁজে নিন

   

আম আদমির প্রচারণায় নেই আমির

এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, আমিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে তিনি জানিয়েছেন কোনো রাজনৈতিক দলের প্রচারণার জন্য কাজ করছেন না তিনি। বিশেষ করে আম আদমি পার্টির সঙ্গে তার সম্পৃক্ততার গুজবের কথা উল্লেখ করে আমির নির্বাচন কমিশনকে এ ধরনের অপপ্রচার রোধের জন্য অনুরোধ করেন।
চিঠিতে আমির কোনো রাজনৈতিক দলের প্রচারণায় যুক্ত নন এ বিষয়টিও স্পষ্ট করে উল্লেখ করেন। এ বিষয়ে তার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, “আমির খান শুরু থেকেই স্পষ্ট করে সবাইকে জানিয়ে এসেছেন যে, তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার চালাবেন না।

আমির কোনো দলের সঙ্গে যুক্ত নন এবং তাদের হয়ে কাজও করেন না। ”
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে ভারতের ১৬ তম লোকসভা নির্বাচন। নির্বাচনী মৌসুমের শেষদিকে এসে তাই জোরেশোরে চলছে প্রার্থীদের প্রচারণা। এর মধ্যে কিছুদিন আগে আমিরের ছবি সম্বলিত একটি পোস্টার বের হয় যেখানে লেখা ছিল তিনি আম আদমি পার্টিকেই তার ভোট দিতে যাচ্ছেন। পরবর্তীতে ছবিটি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়া সাইটগুলোতে।


ওই ছবিতে আমিরের সঙ্গে আরও ছিলেন সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম, সাবেক ক্রিকেট তারকা কপিল দেব এবং অভিনেতা মোহনলাল। পোস্টারটি এএপি-এর প্রচারণার খাতিরেই ওই দলটির কেউ প্রচার করেছেন, নাকি তা পুরোপুরি একটি জালিয়াতি- তা এখনও জানা যায়নি।
এদিকে, চলতি বছরের জানুয়ারি মাসে আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, আম আদমি পার্টির কাজ তিনি পছন্দ করেন। কারণ তিনি মনে করেন এই দলটি “নতুন কিছু করার চেষ্টা করছে। ” তবে তিনি এও জানান যে, অরবিন্দ কেজরিওয়ালকে আরও ভালো কাজ করতে হবে এবং প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

তবে আমির যে কখনও তাদের দলের প্রচারণায় কাজ করবেন না এও পরিস্কার করে বলেছিলেন।
অন্যদিকে নির্বাচন কমিশনও নির্বাচনে সকলকে আগ্রহী করে তুলতে আমির খানকে ‘ন্যাশনাল আইকন’ হিসেবে ঘোষণা দেন।
সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে বরাবরই সক্রিয় আমির। স্টারপ্লাস টিভিতে তার টিভি শো ‘সাত্যামেভ জায়াতে’-এর মধ্য দিয়ে তিনি নানা ধরনের সামাজিক সমস্যাকে সামনে নিয়ে আসেন। আর তখন থেকেই তার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে।


তবে আমির টিভি শোটির একটি ইভেন্টে এই বিষয়ে তার মতামত জানিয়েছিলেন।
আমির বলেন, “রাজনীতি থেকে দূরে থাকতে চাই আমি। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে চাই। আমি তাদের কাজকে সমর্থন করি কিন্তু কোনো দলকে না। আর তাই কোনো দলের সঙ্গে যুক্ত হতে চাই না আমি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।