আমাদের কথা খুঁজে নিন

   

শত শত বাংলা বই ডাউনলোড করুন সম্পূর্ণ ফ্রীতে!! বাংলা বইয়ের বিশাল কালেকশন নিয়ে "banglapdfebooks.com"

আমরা বাঙ্গালীরা এমনি এক রহস্যময় অদ্ভুদ প্রাণী যে কোন চিড়িয়াখানায় আমাদের রেখে দিলে পুরো বিশ্ব আমাদের দিকে এত অবাক হয়ে চেয়ে রবে যতটা না কোন এলিয়েনের দিকে তাকাবে।
চেতনা আমাদের সবচেয়ে বড় নাটক, আমরা আর কিছু না পারলেও চেতনা ধুয়ে পানি খেতে ওস্তাদ। চেতনা সমৃদ্ধ বাণীপ্রদানকারী মনিষীর সংখ্যা এদেশে অতিমাত্রায় বেশি হলেও বাস্তবায়নকারীর সংখ্যা নেহাতই নগণ্য।

আমরা আরেকটা কাজও ভালই মনোযোগ সহকারে করতে পারি, তা হচ্ছে জাত ভাইদের পদদলিত করতে। যেমন ধরুন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ডক্টর ইউনুস, মুসা ইব্রাহীম, অনন্ত জলিল, সাকিব আল হাসান, আসিফ আকবর,এমনি আরও অনেকজন।

এদের প্রত্যেকেই কমবেশি কোন না কোন ভাবে, কোন না কোন ক্ষেত্রে কোন না কোন অবদান রেখেছেন। এটাই সত্য, আমরা স্বীকার করি আর না করি। এদের উপযুক্ত সম্মানের স্থানে না রেখে আমরা এদের অবদানকে অস্বীকার করেছি, হাসির পাত্র বানিয়েছি। আমরা কোনদিন ভাবিই নি যে আমাদের সন্তানদের আমরা মূল্যায়ন না করলে আর কারও ঠেকা পরেনি মূল্যায়ন করার।

এবার চরম সত্যটা বলি, আসলে সমস্যাটা আমাদেরই, আমাদের মত হিংসাপ্রবন জাত পৃথিবীতে আর খুঁজলে দ্বিতীয়টা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে।

আমরা যখন কিছু করতে না পারি, অন্য কেউ করতে গেলে তার পায়েও শিকল বেঁধে আটকে ধরি আমরা।

এদেশকে এগিয়ে নিতে হলে নেতা-নেত্রী পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন আমাদের মানসিকতা পরিবর্তন। আমাদের বদলাতে হবে সবার আগে, আমরা বদলালেই দেশের অবস্থা বদলাবে। একটি জাতি নিজেদের মধ্যে এত বিভেদ, এত হিংসা, এত দ্বন্দ্ব নিয়ে আর যাই করতে পারুক, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনা। তাই প্রথম পরিবর্তনের ধাপটা হওয়া উচিৎ নিজেকে পরিবর্তন, নিজেদেরকে পরিবর্তন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।