আমাদের কথা খুঁজে নিন

   

উপলব্ধি

গগনভেদী লক্ষ্য নয় তো,
ভীষণ স্রোতে বাঁধবো না’ক বাঁধ ।
জীবনভরে তুষ্টি রবে –
এইতো আমার সাধ।

সাগর পাড়ে প্রাসাদ হবে,
গাড়ি হবে, অট্টালিকা ভীষণ ।
(চাই না এসব)
সুখের তরে ছাড়ব সবি -
রইবো পেতে খেজুর পাতার আসন।

সুখ যে আমার কুটির ঘরে
মুক্ত আকাশ - মাটির বুকে,
সুখের তরে আশার পাহাড়
(স্বপ্ন ভীষণ)
এইখানেতেই যাক না চুকে।

গাড়ি – বাড়ি হবে কি ছাই
সুখ যদি না এলো,
আজ – এইটুকুতেই তুষ্ট মন
সুখের নাগাল পেলো ।!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।