আমাদের কথা খুঁজে নিন

   

***আমি “আমি” না হয়ে যদি হতাম ***

আমি “আমি” না হয়ে যদি হতাম তোমার চোখ,
তবে, কাজল মাখা ঐ পাপড়ি গুলোর সাথে করতাম দিনভর মাখামাখি।
প্রতিটি দৃষ্টিতে করতাম নিরলস দুষ্টুমি-
পৃথিবীকে চিত্রায়িত করতাম তীক্ষ্ণ স্বচ্ছতায়-শুধু তোমার জন্যে,
প্রতিটি দৃষ্টি হবে সজীব, জীবন্ত যা তুমি দেখনি আগে।

আমি “আমি” না হয়ে যদি হতাম তোমার চুল-
ঢেউ খেলা পিঠে দুলতে থাকতাম পরম আদরে,
প্রতিদিন অনেক টা সময় ধরে করবে আমার যত্ন ,
যতনে যতনে আমার আহ্লাদ আরও যাবে বেড়ে-
উড়ে উড়ে তোমাকে ছুঁতে চাইব এখানে ওখাণে -
এভাবে তোমাকে ছুঁয়ে দিব কোমর অবধি !

আমি “আমি” না হয়ে হতাম যদি রঙ্গিন চুড়ি!
সারাটা দিন খেলে বেড়াতাম তোমার হাতে হাতে,
তোমাকে মাতিয়ে রাখতাম রুনুঝুনু সুরে।

আমি “আমি” না হয়ে হতাম যদি শাড়ী,
তোমাকে সাজিয়ে বানাতাম অপরুপা নারী- অনিন্দ্য সুন্দরী !
লেপটে থাকতাম প্রতিটি ক্ষণ অদ্ভুত মায়াতে,
হত প্রেম, হত সন্ধি তোমার সুরম্য দেহের সাথে!
তোমাকে জড়িয়ে রাখতাম ঢেকে সমুদ্র গভীর প্রেম দিয়ে-
অতঃপর তুমি বয়ে বেড়াতে প্রেমময় শিহরণে ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।