আমাদের কথা খুঁজে নিন

   

কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে ৩ প্রার্থীর নির্বাচন বর্জন

কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের তিন প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর উপজেলার বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা প্রার্থীর এজেন্টদের খালি ব্যালট বাক্স ও ব্যালট পেপার দেখাতে ব্যর্থ হয়।

এ সময় বিএনপির আখম রেজাউল করিম (দোয়াত কলম), বিএনপির বিদ্রোহী আব্দুর রশিদ মিয়া (মোটরসাইকেল) ও ইসলামী আন্দোলনের আনছার আলী (কাপ পিরিচ) ভোট কেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগর নজরুল ইসলাম খান (ঘোড়া) ও জাতীয় পার্টির আব্দুল হালিম (আনারস) প্রতিকে প্রতিদ্বন্ধীতা করছেন।

উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৫২৭ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৮১। ১০১টি ভোট কেন্দ্রে ৫৮৩ ভোট কক্ষ রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।