আমাদের কথা খুঁজে নিন

   

'পদ্ম' হাতে বিদ্যা-কমল

২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানের কথা। আজ সোমবার ৩১ মার্চ দিল্লির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির হাত দিয়ে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মান তুলে দেওয়া হল দেশের গুণিজনের হাতে।  

দেশের চলচ্চিত্রে অবদানের জন্য এ বছরে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন অভিনেত্রী বিদ্যা বালান, কমল হাসান ও বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রি চট্টোপাধ্যায়। পদ্মশ্রী বিদ্যা জানান, ‘ভীষণ ভাল লাগছে৷ অভিনেত্রী হিসেবে জাতীয় সম্মান পাওয়া আমার কাছে বেশ বড় ব্যাপার। দেশের সমস্ত মানুষের ভালবাসা পেয়েছি বলেই আজ এই জায়গায় আসতে পেরেছি।

ধন্যবাদ ভারত সরকার। ’

ভারতীয় সিমেনার উল্লেখযোগ্য মুখ কমল হাসান। ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে দক্ষিণ ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য তাঁর হাতে উঠে এল পদ্মশ্রী সম্মান। পদ্মশ্রী কমল বলেন ‘এই সম্মান, এই স্বীকৃতি আমার কাজকে আরও পরিপূর্ণ করে তুলল। ভারত সরকারকে ধন্যবাদ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।