আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক বৃষ্টিভেজা সন্ধ্যায়

সেখানে কিছু বৃষ্টি ছিল,
ছিল কয়েকটা গন্তব্যহীন রাস্তা,
আর ছিলাম আমি,
একা এক বিযন্য সন্ধ্যায়।।

শহর তখন উদাস অগোছালো
আর বাতাস ব্যস্ত কিছু ঝরে যাওয়া পাতা নিয়ে,
আর আমি সেখানেই উদ্দে্যশহীনভাবে
জীবনের মানের খোঁজে।

জ্বলে নেভা ঐ ল্যাম্পপোস্টের নিচে
আর কিছু ধুসর অন্ধকারের আড়ালে,
ছেড়া পোস্টারগুলো কাছে,
ফেলে রেখে যাই কিছু অর্থহীন মহূর্তগুলোকে।।

বৃষ্টি চলে গেছে অনেক আগেই,
রেখে গেছে কিছু আদ্র কান্না আমার কাছে।
এই নোংরা ডাস্টবিনের পাশে কিভাবে ফেলে যাই,
হয়ত দিতে পারি কাউকে,
একটু কান্না এখন যার খুবই জরুরী?

আমি, গন্তব্যহীন রাস্তা আর কিছু এটো কান্না,
এক বৃষ্টিভেজা উদ্দে্যশহীন সন্ধ্যায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।