আমাদের কথা খুঁজে নিন

   

১০ বছরে জিমেইল

ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় ই-মেইলসেবা হল জিমেইল। আজ জিমেইল ৯ বছর শেষ করে ১০ বছরে পা দিচ্ছে। জিমেইল পরীক্ষামূলকভাবে চালু হয় ২০০৪ সালের ১ এপ্রিল। এর মাধ্যমে ই-মেইল আদান-প্রদানের নানা ধরনের সুযোগ তৈরি হয়। যে কারনে এটি এখন জনপ্রিয়তারশীর্ষে।

 

গুগলের এ সেবাটি চালু হওয়ার তিন বছর পর ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হয়। পরবর্তী সময়ে ২০০৯ সালে জিমেইলের (www.gmail.com) পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশিত হয়।

জিমেইলের বর্তমানে প্রায় ৪৫ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। বিনামূল্যে ১৫ গিগাবাইট জায়গা ব্যবহারের সুযোগ পাচ্ছেন জিমেইল ব্যবহারকারীরা। তবে  শুরুতেই বিনা মূল্যে এক গিগাবাইট জায়গা ব্যবহারের সুযোগ করে দিয়েছিল জিমেইল।

বর্তমানে যেকোনো ওয়েবসাইটের নিজস্ব ডোমেইনের আওতায় বিনা মূল্যে বেশ কয়েকটি ই-মেইল ব্যবহারেরও সুযোগ দিচ্ছে জিমেইল।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।