আমাদের কথা খুঁজে নিন

   

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে একটা উৎকৃষ্ট গালি!

ভাগ্নেকে দেখতে যাচ্ছিলাম হাসপাতালে। তখনও জানতাম না, সমস্যা আসলে মারাত্ব কিছু নয়, তাই যাবার সময় উৎকণ্ঠাতো ছিলই। এরমধ্যে ট্রাফিক-পুলিশ মাঝ পথে সিএনজি দিল থামিয়ে। দুপুরের হাঁসফাঁস করা রোদ আর দীর্ঘক্ষণ সিএনজিতে অপেক্ষা।পাশের সিএনজিতে প্রসব যন্ত্রণাতে কাতরাচ্ছে এক নারী। সেই সিএনজি ড্রাইবারসহ আমরা বার কয়েক অনুরোধ করলাম নিদেন পক্ষে এই গাড়িটা যেতে দিন, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। পুলিশের সেই এক কথা: ক্রিকেটার-এর গাড়ি পাস না করা পর্যন- কাউকে যেতে দেওয়া হবে না! তারপর সিএনজি ড্রাইবার শুরু করল তার খিসি- খেউর: যে দেশে দিন দুপুর মানুষ খুন হয়, খুনের বিচার হয় না। যে দেশে সরকার জনগণের কোন নিরাপত্তা দিতে পারে না, হে দেশে আমার বালের খেলার এত নিরাপত্তা। এটারে আমি বাংলাদেশ কই না, কই ভাঙা দেশ! এরেই কয়, কুত্তাই চোদে না, নাম তুইছে মধুর মা। যে দেশের মানুষের পেটে ভাত নাই, জীবনের নিরাপত্তা নাই, হে দেশে আবার খেলা আর খেলোয়াড়ের নিরাপত্তা আর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।