আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাটের ডাক্তারের ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে ডাক্তারের ভুল চিকিত্সায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় গতকাল সন্ধ্যায় ফাতেমাতুজ জোহরা পুতুল (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

হতভাগ্য কিশোরী পুতুল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের শাহআলম মোল্লার মেয়ে। সে স্থানীয় হামেজিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

শাহ আলম মোল্লা জানান, তার মেয়ে ফাতেমাতুজ জোহরা ওরফে পুতুল ১৬ মার্চ জ্বর জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে মোরেলগঞ্জ হাসপাতালের আরএমও ডা. অসীম কুমার সমদ্দারের কাছে আনা হয়। ডা. অসীম সমদ্দার পরিক্ষা -নিরিক্ষার পর রোগিকে এ্যান্টিবয়োটিক ইনজেকশন 'ভারটেক্স' ৭টিসহ কিছু ওষুধ সেবনের পরামর্শ দেন।

সে মতে পুতুলের শরীরে 'ভারটেক্স' ইনজেকশন প্রথমটি পুশ করার পর থেকেই পার্শ্ব প্রতিক্রীয়ার সৃষ্ঠি হয়। বিষয়টি তাত্ক্ষনিক  ডা. অসীম কুমারকে জানানো হলে তিনি ওষুধ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এভাবে তিনটি ইনজেকশন করার পরে পুতুলের মাথার চুল পড়ে যায়, চামড়া উঠে যায়। এ অবস্থায় ডা. অসীম কুমারের কাছে আবারো আনা হলে তিনি পুতুলকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পরামর্শ দেন।

১৯ মার্চ পুতুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানকার ডাক্তাররা জানান, ভুল ইনজেকশন প্রয়োগের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ায় পুতুলের গোটা শরীর পুড়ে গেছে।

এ অবস্থায় রবিবার খুলনা থেকে পুতুলের ছাড় পত্র দিয়ে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানানত্মরের পরামর্শ দেয়। এরপর রোগির স্বজনেরা পুতুলকে ঢাকায় নেওয়ার পথে গতকাল সন্ধ্যায় সে মারা যায়। পুতুলের এ অকাল মুত্যুর জন্য তার পিতা মাতা ডা. অসীম কুমারকে দায়ী করছেন।

পুতুলের মৃত্যুর ঘটনায় ডাক্তারকে অভিযুক্ত করে হামেজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা আজ সকাল ১০ টার দিকে মোরেলগঞ্জ -শরনখোলা আঞ্চলিক মহাসড়কের বাদশারহাট এলাকায় মানববন্ধন করার চেষ্ঠা করলে ডাক্তারের অনুগত শাসকদলের ক্যাডাররা তা হতে দেয়নি। শাহ আলম মোল্লা তার মেয়ে পুতুল ভুল চিকিত্সার কারনে মৃত্যুর শিকার হওয়ায় ডাক্তারের নামে মামলা দায়ের করা হবে বলে জানান।

এব্যাপারে ডা. অসীম কুমার জানান, চিকিৎসা সঠিক ছিল তবে বিষয়টি দুঃখজনক। ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়ায় পুতুল মারা যায় বলে তিনি স্বীকার করেন।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.