আমাদের কথা খুঁজে নিন

   

সিক্রেট পেপার ফাঁস: ইউনিয়ন জ্যাক ফ্ল্যাগ রিমুভ এবং স্কটল্যান্ড কি স্বাধীন হতে যাচ্ছে ?

সিক্রেট পেপার ফাঁস: ইউনিয়ন জ্যাক ফ্ল্যাগ রিমুভ এবং স্কটল্যান্ড কি স্বাধীন হতে যাচ্ছে ?

সৈয়দ শাহ সেলিম আহমেদ-লন্ডন থেকে

অতি গোপনীয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস ডাউনিং ষ্ট্রীটের এক হাইলি সিক্রেট ফাইল ডেইলি মেইলের কাছে ফাঁস হয়েছে, যাতে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক ফ্ল্যাগ থেকে ব্লু কালার রিমুভ হয়ে স্কটল্যান্ডের স্বাধীনতার সম্ভাবনার প্রেক্ষিতে নতুন পতাকা লাল ও সাদার ক্রসে পরিণত লাভ করতে পারে- এমন একটি সিক্রেট ফাইলে সম্ভাব্য ব্রিটিশ নতুন পতাকার ছবি সহ প্রকাশ পেয়েছে, যা রীতিমতো ব্রিটেনে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে হ্যাঁ বা না ভোট আগামী ১৮ সেপ্টেম্বরের আগে অনুষ্ঠিত হবেনা এবং এখন পর্যন্ত এ ব্যাপারে কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা অক্ষুণ্ণ থাকবে কি থাকবেনা।
অথচ এরই মধ্যে ডাউনিং ষ্ট্রীটের এক শীর্ষ এডভাইজার যখন এই অতি গোপনীয় ফাইল নিয়ে গাড়ী থেকে নামছিলেন, তখন ফাইল এক্সিডেন্টলি পড়ে যাওয়াতে ডেইলি মেইলের সাংবাদিক ও ক্যামেরাম্যানের ছবিতে আটকে যায়, যা এই প্রতিবেদনে প্রকাশ করা হলো। সেখানে স্কটল্যান্ডের হ্যাঁ ভোটের ফলে স্বাধীন হয়ে গেলে ব্রিটেনের পতাকা কেমন হবে, তার নমুনা রয়েছে। এবং পতাকা মেইকার কোম্পানির সাথে ডেইলি মেইলের যোগাযোগের প্রেক্ষিতে নিশ্চিত হয়েছেন যে, ইতিমধ্যে বিপুল সংখ্যক এই নতুন ব্রিটিশ পতাকার অর্ডার রয়েছে।

তারা কনফার্মেশনের প্রেক্ষিতে তাৎক্ষনিক সরবরাহে প্রস্তুতিও রয়েছে। চেশামের পতাকা মেইকিং কোম্পানিতে ডেইলি মেইলের আন্ডার কভার ক্যামেরাম্যান এই পতাকার ছবি তুলেছেন বলে দাবী করেছেন।

১৮০১ সাল থেকে রেড, ব্লু, হোয়াইট সম্বলিত ব্রিটেনের গর্ব এই ইউনিয়ন জ্যাক পতাকা চলে আসছে।

মূলত: ১৬০১ সালে স্কটল্যান্ডের জেমস সিক্স –এর পরে যখন কিং জেমস ওয়ান অব ইংল্যান্ড হন, তখন থেকেই এই পতাকা ব্রিটেনের পতাকা হিসেবেই পরিচিতি লাভ করে।

ভিক্টোরিয়া যখন সিংহাসনে আরোহণ করার পর ১৮৩৭ সাল থেকেই এই পতাকা একই পতাকা মেইকর কোম্পানি দ্বারা তৈরি হয়ে আসছে।



বাকিংহাম প্যালেসে কুইন যখন অবস্থান করেন তখন এই ইউনিয়ন জ্যাক পতাকা উড়ানো হয়, কুইন যখন সেখানে অবস্থান করেননা, তখন বাকিংহাম প্যালেসে এই পতাকা উড়ানো হয়না।

স্কটল্যান্ডের সেন্ট প্যাট্রিক সিম্বল সম্বলিত এই ইউনিয়ন জ্যাক যদি স্কটল্যান্ড স্বাধীন হয়ে যায়, অর্থাৎ রেফারেন্ডামে যদি হা ভোট পড়ে, তখন এই পতাকা থেকে ব্লু শেইড তুলে দিয়ে সাদা আর লালের ক্রস সম্বলিত নতুন পতাকা হবে- সেটাই এই গোপন ফাইলে রয়েছে।

তবে ব্রিটেনের পতাকা পরিবর্তন করতে হলে কেবল ডাউনিং ষ্ট্রীটের দ্বারা একক সিদ্ধান্তে সম্ভব নয়। সেজন্যে বাকিংহাম প্যালেসের অনুমোদন লাগবে। জানা গেছে, ডাউনিং ষ্ট্রীট বাকিংহাম প্যালেসের সাথে লিয়াজো রেখে চলছে সম্ভাব্য পরিবর্তন প্রসঙ্গে।


গত বছরের এক সার্ভেতে শতকরা ৬৫% মতামত স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে এসেছিলো।

ক্যাম্পেইনর চ্যারিটি ইউকে-ওকে বলছেন, তারা “শেষ পর্যন্ত ফাইট” করে যাবেন ব্রিটেনের ঐক্য ধরে রাখতে। তাই এখনি কেন ইউনিয়ন জ্যাক পরিবর্তনের কথা আসছে ডাউনিং ষ্ট্রীটের গোপন নথিতে ?

ক্যাম্পেইনর আরভিল ম্যাক টিকল বলেন, ইউনিয়ন জ্যাক পরিবর্তনের জন্য কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, তাই ডাউনিং ষ্ট্রীটের গোপন নথিতে এসব পরিবর্তন নিয়ে ভাববার কোন জাস্টিফিকেশন তিনি দেখছেননা।

salim932@googlemail.com
02nd April 2014, London.।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.