আমাদের কথা খুঁজে নিন

   

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে অনশনে সাংবাদিকরা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে অনশন কর্মসূচি পালন করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। বুধবার সকাল ১১টা থেকে ডিআরইউ চত্ত্বরে অনশন শুরু করেন সাংবাদিকরা, চলবে বিকেল চারটা পর্যন্ত।

অনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন সাগর সরওয়ারের শোকাহত মা সালেহা মনির ও মেহেরুন রুনীর শোকাহত ভাই নওশের আলম রোমান, ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ সাংবাদিকরা।

অনশন-সমাবেশে দ্রুত সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটন, খুনিদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করার দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় চলমান আন্দোলনকে আরো বেগবান ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।