আমাদের কথা খুঁজে নিন

   

বাঘ হাতে নিলে উত্তেজনা আসে

মাঠে বসে খেলা দেখার আনন্দই আলাদা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়া সব টেস্ট ও ওয়ানডে ম্যাচ দেখেছি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাও দেখেছি।
গত ২৭ মার্চ শ্রীলঙ্কা-ইংল্যান্ডের খেলার দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখে ইংল্যান্ডের পতাকা এঁকে গিয়েছিলাম। এমনিতে প্রিয় দলবাংলাদেশ।

এ ম্যাচে যেহেতু বাংলাদেশছিলনা তাই সমর্থন দিই ইংল্যান্ডকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে হংকংয়ের সঙ্গে বাংলাদেশের পরাজয় দেখে খুব কষ্ট পেয়েছি। কিন্তু কী করব। তার পরও শেষ না হওয়া পর্যন্ত মাঠে ছিলাম। খেলা দেখতে যাওয়ার আগে মুখে ছবি এঁকে নিই।

বাংলাদেশের খেলা হলে আমার হাতে থাকে বাঘের পুতুল। বাঘ হাতে নিলে কেমন একটা উত্তেজনা আসে। বাসায় বসে তো আর মুখচিত্র আঁকা যায় না। হাতে বাঘও নেওয়া যায় না। এটাই বাসা ও মাঠে খেলা দেখার পার্থক্য।

 

ব্যবসায়ী, চট্টগ্রাম

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।