আমাদের কথা খুঁজে নিন

   

জামাতের উচিৎ বি এন পি র সাথে জোট না করা

বি এন পি র গঠন তন্ত্র বা উদ্দ্যেশ্য আর জামাতের গঠন তন্ত্র বা উদ্দ্যেশ্য কি এক ? তাহলে কোন যুক্তি তে এরা এক জোট হয়ে ক্ষমতায় যেতে চাই বা আন্দোলন করে। জামাতের উদ্দ্যেশ্য সরকার গঠন করে রাষ্ট্রে ইসলামি আইন প্রতিষ্ঠা করবে আর বি এন পি সরকার গঠন করে রাষ্ট্রে বৃটিশ আইন বা চলতি আইন কে প্রতিষ্ঠা করবে, তাহলে কোন যুক্তি তে এরা এক জোট হয়ে ক্ষমতায় যেতে চাই বা আন্দোলন করে। ইসলাম আল্লাহর অনুগ্রহ বা সাহায্য ছাড়া কোথাও কি প্রতিষ্ঠা করা যায় না যাবে, এটাতো
বি এন পি র চাইতে জামাতের ভালো বোঝার কথা। যে আল্লাহ প্রতি যত বেশী বিশ্বাস স্থাপন করবে এবং তার হালাল হারাম কে মানবে সে ততবেশি তার সাহায্য পেয়েছে বা পাবে। আর জামাত ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহর প্রতি বেশি বিশ্বাসি না ক্ষমতায়।

তারা কি আল্লাহর হালাল হারাম কে পুরাপুরি মানে। সারাদিন মালিকের মনের মত কাজ করে দিন শেষে যদি মালিকের একটি হারামের পথে যাই তবে কি মালিক আমার বিপদে আমাকে সাহায্য করবে বা আমার প্রতি খুশি মনে তাকাবে।
ইসলামে নারী নেতা হারাম। অথচ এ হারামের সাথে হালালের জোট করে আল্লাহর সাহায্য চাই বা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই। আর এটা যে হারাম সেটাও বলেনা।

আইন তো আল্লাহর হালাল কে প্রতিষ্ঠা করা আর হারাম কে উচ্ছেদ করা। প্রথমেই যে একটি হারাম কে বৈধতা দিল তার দ্বারা হালাল কে প্রতিষ্ঠা করা কতটুকু সম্ভব সে প্রশ্ন কি আসতে পারে না ??? বি এন পি কি ইসলাম মেনে আন্দোলন করে যে সে আন্দলনে ইসলামি কোন দলের সমর্থন থাকবে, আর এ সমর্থন কি আল্লাহতালা কে রাজি খুশি করার জন্য না বি এন পি কে ??????????????????????

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.