আমাদের কথা খুঁজে নিন

   

১০ লাখ সিরীয় উদ্বাস্তু লেবাননে

সিরিয়ায় গৃহযুদ্ধের ফলে দেশটির ১০ লাখেরও বেশি লোক প্রতিবেশী দেশ লেবাননে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, লেবাননে সিরিয়া থেকে আসা উদ্বাস্তুর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতিদিনই আড়াই হাজারের বেশি লোক সিরিয়া থেকে লেবাননে আশ্রয়ের জন্য আসছেন। উদ্বাস্তুদের অর্ধেকই শিশু বলে জানানো হয়েছে।

এ ছাড়া জর্দানে ৬ লাখ ও তুরস্কে ৬ লাখ ৭০ হাজারেরও বেশি সিরীয় নাগরিক আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

সিরিয়া থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তু বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউএনএইচসিআরের হাই কমিশনার গুতেরেস। একইসঙ্গে লেবাননের মতো ছোট জাতির পক্ষে এতো লোককে আশ্রয় দেওয়া বেশ কষ্টসাধ্য বলে উল্লেখ করেছেন তিনি। তাই এখান থেকে অন্য দেশে উদ্বাস্তুদের স্থানান্তরের প্রস্তাব করেছেন গুতেরেস।

সিরীয় উদ্বাস্তুদের জায়গা দেওয়ায় লেবাননের অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন গুতেরেস।

তিনি দেশটির প্রতি অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দেশটিতে চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত দেড় লাখ লোক নিহত হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।