আমাদের কথা খুঁজে নিন

   

তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ফের চালু

ঝড়ো বাতাসের কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ শুক্রবার তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ যানবাহন পারাপার ফের শুরু হয়েছে।

ভোর রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।

এদিকে, ফেরিসার্ভিস বন্ধ থাকায় নদীপারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে নৈশ কোচসহ কয়েকশ যানবাহন।

এ বিষয়ে দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে কাল বৈশাখী ঝড় শুরু হয়। একপর্যায়ে নৌচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এরপর দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ নৌরুটের ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এ সময় নৌরুটে চলাচলকারী সব ফেরি উভয় ঘাটে নিরাপদে বেধে রাখা হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে ভোর সাড়ে ৬টা থেকে ফের ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।