আমাদের কথা খুঁজে নিন

   

গোল সেটিং এ ৬ টি মহা ভুল

.
মেয়ে আজো এ শহরে বৃষ্টি নামে, বৃষ্টি নামে।
বৃষ্টি নামে হলুদ আলোয়
একাকীত্ব, দীর্ঘশ্বাসে
অন্ধকার আর মগজচোষা এ শহরে
বৃষ্টি নামে।

শহরের ভেতর শহর থাকে
খরায় মরে, খাঁচার ভেতর একটি পাখি-
দৃষ্টিহীন।
সেই শহরে মায়ার বাষ্পে মেঘ জমে না, মেঘ হাঁটে না
তাই একলা পাখির বৃষ্টি আছে, তবু শহর বৃষ্টিহীন।

মেয়ে তুমি বৃষ্টি
আহ্বানে তোমার কাঁপন জাগে,
কাঁপন জাগে বুকের কোনে, ঠোঁটের কোনে।
আমার শুধু মেঘ জমে যায়, মেঘ জমে যায় নষ্ট মনে
খুব পিপাসায় হয় না ভেজা, শুধু মুখের পানে চাওয়া
চোখের ওপর হয় না রাখা চোখ
আমার খালি দৃষ্টি নামে, দৃষ্টি নামে।

মেয়ে আজো এ শহরে বৃষ্টি নামে।


[যা একটা ব্লগে গল্পগুলো রাখতাম, তাতেও আর আসা হচ্ছে না। গল্পরা বুকে আসে, আঙ্গুল পর্যন্ত পৌঁছায় না। তাই অগল্পই ভরসা .... ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।