আমাদের কথা খুঁজে নিন

   

খুব ভালো প্রোগ্রামার হতে গেলে যে দশটি জিনিস লাগবে।

প্রোগ্রামিং শেখা যে খুব সহজ নয়, সেটা যারা শিখছেন তারা খুব ভালো জানেন। তবে নিচের বিষয়গুলো মেনে চললে, প্রোগ্রামিং এ ভালো করা সম্ভব।
তাহলে আসুন দেখে নেই বিষয়গুলো কি কি? 

খুব ভালো প্রোগ্রামার হতে গেলে যে দশটি জিনিস লাগবে -
১) এক বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো দখল,
২) ভালো একটি IDE ব্যবহারের দক্ষতা,
৩) প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারনা

৪) গণিত ও যুক্তিতে দক্ষতা,
৫) অবজেক্ট ওরিয়েনটেড প্রোগ্রামিংয়ে (OOP– Object Oriented Programming) দক্ষতা,
৬) ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদমের মৌলিক জ্ঞান ও তা প্রয়োগের ক্ষমতা

৭) যোগাযোগে দক্ষতা (Communication Skills),
৮) ইন্টারনেট ঘেঁটে অল্প সময়ে কোনো সমস্যার সমাধান বের করা বা দ্রুত কোন নতুন বিষয় শিখে নেওয়ার দক্ষতা,
৯) একটি সমস্যার পিছনে লেগে থাকার মানসিকতা,
১০) প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসা।

তবে যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে, অন্য গুলো জানতে বেশি পরিশ্রম করা লাগে না।  আলাদা আলাদা টপিকস হলেও সব গুলো ল্যাঙ্গুয়েজের লজিক একই। 
তথ্য গুলা পাওয়া কম্পিউটার প্রোগ্রামিং পেজ থেকে। টেকটিউনসের পাঠকদের জন্য সংগৃহীত। (আংশিক  সংগৃহীত কম্পিউটার প্রোগ্রামিং পেজ থেকে)
আমি

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।