আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেইন-ড্রেইন কেন হচ্ছে?

ব্রেইন-ড্রেইনের জন্য আমরা সবাই কম-বেশি দায়ী। ব্রেইন-ড্রেইন নিয়ে আমরা চিল্লা-ফাল্লা করি কিন্তু একবার ভেবে দেখি না নিজের করণীয়টা কি?
যেমন ধরেন- গ্রামে ডাক্তার যায় না। এটা নিয়ে ডাক্তারদের গোষ্ঠী উদ্ধার করা হয়েছে লক্ষবার কিন্তু গোষ্ঠী উদ্ধারকারীরা কি কখনও গিয়ে দেখেছেন গ্রামের ঐ চিকিৎসা কেন্দ্রের অবস্হা?? আমার কয়েক বন্ধুকে বদলি করা হয়েছিলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আমি তাদের একজনের কর্মক্ষেত্রে যেতে চাইলে জানালো, আমি নিজেই যেতে পারি না ঐ অঞ্চলে আর তুই কিভাবে যাবি। যোগাযোগ অবস্হা ভয়াবহ খারাপ আর ঐ চিকিৎসা কেন্দ্রের অবকাঠামো বলতে কিছুই নেই।

গেলে নার্স পর্যন্ত পাওয়া যায় না। আর সে থাকে জেলা শহরে এক সরকারী বাসভবনে। সেই বাসভবনের বিবরণ শুনুন-
খাট ভাঙ্গা,
বাথরুমের দরজা ভাঙ্গা,
পুরো রুমের দেয়াল খসে খসে পড়ছে,
লাইন, ফ্যান ছিলো না- আমার বন্ধু নিজ পকেট সাফ করে এগুলো কিনতে হয়েছে।
অথচ এইসব পত্রিকায় লেখা হয় না।
এ দেশে অর্ধশিক্ষিত এক জমির দালাল মোটা অংকের টাকা দাবী করলে মানুষ দুইহাত খুলে টাকা দিয়ে দেয় আর ডাক্তারকে ৫০-১০০ টাকা দিতে হয় বলে কষ্টের শেষ নেই।

তাই, এ দেশে একজন উচ্চ শিক্ষিত মানুষের চেয়ে একজন অর্ধশিক্ষিত এক আদম ব্যাপারী/জমির দালালের জীবন অনেক আকর্যণীয় কিনা! বড় বড় শহরের আকর্ষণীয় বাড়িগুলো দালালদেরই গড়া।
এই দেশে ব্রেইন-ড্রেইন হবে নাতো কোথায় হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।