আমাদের কথা খুঁজে নিন

   

এল বুদ্ধির খেলা গ্রিড পাজল

অবসর সময় কাটছেই না। কী করা যায়! একটু মেধা যাচাই করে নিতে পারেন। হাতের কাছে রয়েছে স্মার্টফোন বা আইপ্যাড, খেলতে পারেন ‘গ্রিড পাজল’। গেমের এই অ্যাপ্লিকেশনটি (অ্যাপ) দেশেই তৈরি হয়েছে। খেলার মাধ্যমে বুদ্ধির চর্চা করার এই অ্যাপ নির্মাণ করেছে প্যাঁচাস গেম স্টুডিওস।

১ এপ্রিল ইন্টারনেটে ছাড়া হয়েছে গেমটি। এই গেম আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। অর্থাৎ আইপ্যাড, আইফোন ও অ্যান্ড্রয়েড-চালিত মোবাইল ফোনে এটি খেলা যাবে বলে জানান নির্মাতারা। এ অ্যাপ তৈরি করেছেন প্যাঁচাস গেম স্টুডিওসের ১৫ জন তরুণ।
প্যাঁচাস গেম স্টুডিওর বিপণন কর্মকর্তা আসিফ রহমান প্রথম আলোকে বলেন, ‘গেমটি খেললে বিশ্লেষণধর্মী ধারণা তৈরি হবে।

মস্তিষ্কের চর্চা হবে। ’
মূলত পাজল মিলিয়ে এগিয়ে যাবে খেলাটি। পর্দায় দেওয়া নির্দেশনা অনুযায়ী পাজলের সমাধান করতে হবে। পাজল মেলানো যাবে দুইভাবে—সুডোকু অথবা চিহ্নের মাধ্যমে। এ ক্ষেত্রে প্রতিবার ব্লক পূরণ করার পর একটা ব্লক ফাঁকা রেখে পরেরটাতে যেতে হবে।

সময় ও পাজল মেলানোর ওপর ভিত্তি করে পাওয়া যাবে নানা রকম পয়েন্ট। গেমটিতে আছে একটি বিশেষ সুবিধা। একজন নতুন গেমারকে পুরো বিষয়টি বুঝানোর জন্য রয়েছেন ড. নোনো। তাঁর দেখানো টিউটোরিয়ালের মাধ্যমে জানা যাবে গেমটি খেলার নিয়মাবলি ও কৌশল। বিনা মূল্যে গ্রিড পাজল নামানোর ঠিকানা http://goo.gl/HooH23 (আইওএস) এবং http://goo.gl/3BZuts (অ্যান্ড্রয়েড)।

—মো. রাফাত জামিল

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।