আমাদের কথা খুঁজে নিন

   

পাবনায় সুচিত্রার প্রথম পাঠশালায় মহানায়িকার জন্মদিন পালন

কেক কেটে পাবনায় সুচিত্রা সেনের শৈশবের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পাবনা টাউন গার্লস হাইস্কুলে (তত্কালীন নাম ছিল মহাকালী পাঠশালা) পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা প্রয়াত সুচিত্রা সেনের ৮৪ তম জন্মদিন। এ উপলক্ষে রবিবার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ মহানায়িকার স্মৃতিবিজড়িত ওই স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করে।

পাবনা জেলা পরিষদের প্রশাসক ও সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কামরুজ্জামান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সাধারন সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতীন খান প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়িটি পুনরুদ্ধারের দাবি জানানো হয়।

পরে জন্মদিনের কেক কেক কাটা হয়।

অনুষ্ঠানের শুরুতে সুচিত্রা সেনের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলায় নানা বাড়ীতে তিনি জন্মগ্রহণ করেন। পরে তিনি পাবনা শহরের গোপালপুরস্থ পৈত্রিক বাড়িতে তার শৈশব ও কৈশরকাল অতিবাহিত করে। নবম শ্রেনীতে পড়াকালীন তারা স্ব পরিবারে পাবনা ছেড়ে চলে যান। তার  পিতা করুনাময় দাশগুপ্ত পাবনা পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহিনী।

পাঁচ ভাই তিন বোনের মধ্যে সুচিত্রা সেন ওরফে রমা ছিলেন তৃতীয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.