আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব মাঠে ক্রিকেট খেলা ©



বিশ্ব মাঠে ক্রিকেট খেলা ©


বিশ্ব মাঠে ক্রিকেট খেলা
খেলছো খেলোয়ার
ছক্কা সাথে চার মারিয়া
সিমানা করো পার।
তুমি তো জানো না বন্ধু
কোথায় আম্পায়ার।

রান করিতে যখন তুমি
দৌড়াও মধ্য মাঠে
যমে দাঁড়ায় চতুর পাশে
লক্ষ্য তো উইকেটে
ঈশারাতে তোমার জীবন
করে দেবে ছারখার।
তুমি তো জানো না বন্ধু
কোথায় আম্পায়ার।

ব্যাটে বলে আঘাত পেলে
দৌড়াদৌড়ি করে
জীবন মাঠে আঘাত খেলে
কলিজা যায় ছিঁড়ে।


এক আঙ্গুলেই বলে দেবে
দম ফুরাইছে তোমার।
তুমি তো জানো না বন্ধু
কোথায় আম্পায়ার।

খেলতে খেলতে দেখবে তুমি
সাদা মাথার চুল
চোখের জ্যোতি বলে দেবে
কোথায় খেলছো ভুল।
কোহিনূর কয় খুঁজো তোমরা
স্কোরবোর্ড যার যার।
তুমি তো জানো না বন্ধু
কোথায় আম্পায়ার।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.