আমাদের কথা খুঁজে নিন

   

কাল রাউজানে আল্লামা তাহের শাহ’র সুন্নি সমাবেশে.....

পাকিস্তান কাদেরীয়া আলিয়া দরবার শরীফের শাজ্জাদানশীন, আওলাদে রাসুল, রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত, গাউছে জামান আল­্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ.) এর রাউজানের নোয়াপাড়ায় শুভ আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা ও নোয়াপাড়া ইউনিয়ন গাউছিয়া কমিটি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতসহ বিভিন্ন সমমনা ইসলামী ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

সোমবার তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন কর্মূসচিতে যোগদান করে হাজার হাজার ভক্ত মুরিদদের নসিহত করবেন। হুজুর কেবলার আগমন উপলক্ষে ৭ এপ্রিল সোমবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক আজিমুশ্বান সুন্নি সমাবেশের আয়োজন করেছে নোয়াপাড়া ইউনিয়ন গাউছিয়া কমিটি।

সুন্নি সামাবেশকে কেন্দ্র করে উপজেলার প্রাণ কেন্দ্রখ্যাত নোয়াপাড়া পথেরহাটে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি মার্কেট সাজানো হয়েছে আলো ঝলমলে লাইটিং এর মাধ্যমে।

পাশাপাশি কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে সমাবেশস্থল পর্যন্ত কাপ্তাই সড়কে অর্ধশতাধিকের বেশি তোরণ নির্মাণ করে রাসুলে পাক (দ.) এর ৪১ তম এ বংশধর দ্বয় অভ্যার্থনা জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে।

উল্লেখ­্য সোমবার তিনি নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুন্নি সমাবেশে জোহরের নামাজের পর মহিলা ভক্তবৃন্দদের বায়াত ও নসিহত করে তাকরীর করবেন। এরপর হুজুর কেবলা উপজেলা গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব ফয়েজ আহমদ সওদাগরের বাড়ীতে আয়োজিত মাহফিলে যোগ দিবেন। এর পর নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়া গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব কাজী শামুসল আলমের বাড়ীতে অবস্থান করবেন। বাদ মাগরিব হুজুর কেবলা আজিমুশ্বান সুন্নি সামাবেশে প্রধান অতিথির তাকরীর পেশ করবেন বলে জানা গেছে।



প্রধান আলোচক থাকবেন, আওলাদে রাসুল, শাহজাদা আল­ামা সৈয়্যদ হামেদ শাহ (মা.জি.আ.)। সভাপতিত্ব করবেন, সংযুক্ত আরব আমিরাত গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব। মাহফিল সফল করতে সর্বশেষ প্রস্তুতি সভা রবিবার সকালে নোয়াপাড়া পথেরহাটস্থ গাউছিয়া কমিটি কার্যালয়ে উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন ও মুহাম্মদ হানিফের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা গাউছিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, নোয়াপাড়া গাউছিয়া কমিটির সভাপতি আজিজুল হক, ব্যবসায়ী আহমদ সৈয়দ, আজম আলী, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, জাহেদুল হক, এটিএম নাছিম উদ্দিন, মামুনুর রশিদ জাবের, মাওলানা আব্দুর রহিম, আবুল হাশেম, আবু জাহেদ, মোরশেদুল আলম, জয়নাল আবেদীন, এরশাদুর রহমান প্রমুখ। সভায় ৭ এপ্রিলের মাহফিল সফল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন এ সুন্নি সমাবেশে অর্ধলক্ষ মুসলিম জনতা যোগদান করবে। ইতেমধ্যে ৭ এপ্রিলের মাহফিল সফল করতে বিভিন্ন উপ কমিটি গঠন করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজক কমিটি আশা প্রকাশ করেন এ সুন্নি সমাবেশে অর্ধলক্ষ মুসলিম জনতা যোগদান করবে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।