আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যেক ভোটারকে 'কোটিপতি' করার প্রতিশ্রুতি

ভারতের সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং নির্বাচনী প্রচারণায় এমন প্রতিশ্রুতি দিলেন, যা হয়তো এর আগে কোনও হেভিওয়েট প্রার্থীও দিতে পারেননি। সিকিমের যে অধিবাসীরা তার দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাদের প্রত্যেককে 'কোটিপতি' বানিয়ে দেবেন পবন কুমার।

আগামী ১২ এপ্রিল অনুষ্ঠেয় আরপিটি অ্যাসেম্বলি নির্বাচনে তিনি তার দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (এসডিএফ) জন্য সিকিমবাসীকে ভোট দেওয়ার অনুরোধ করেছেন।

এসময় তিনি প্রতিশ্রিুতি দিয়েছেন, সিকিমের যে অধিবাসীরা তার দলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাদের প্রত্যেককে 'কোটিপতি' বানিয়ে দেবেন। আর এমন প্রতিশ্রুতি স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বী বিরোধী দলগুলোকে সমালোচনামুখর করে তুলেছে।

ওই রাজ্যের ক্ষমতাসীন এসডিএফ দলের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, প্রত্যেক সিকিমবাসী যেন কোটিপতি হতে পারেন, সে জন্য আমরা আসন্ন দিনগুলোতে পরিশ্রম করবো। ২০১২-১৩ অর্থবছরে সিকিমে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৪২ হাজার ৬২৫ রুপি, যা ভারতের মধ্যে সর্বোচ্চ এবং জাতীয় পর্যায়ে গড় মাথাপিছু আয়ের চেয়ে অনেক বেশি।

এসডিএফ’র নেতারা বলছেন, টানা পঞ্চমবারের মতো ভোট দিয়ে তাদের নির্বাচিত করা হলে, রাজ্য সরকার মাথাপিছু আয়কে ১ কোটি রুপিতে উন্নীত করার লক্ষ্যে কাজ করবে।

দলটির মুখপাত্র ভিম দাহাল বলেছেন, আমাদের অব্যাহত উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় রাজ্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। এ মুহূর্তে নিকট ভবিষ্যতে আমাদের লক্ষ্য হচ্ছে, সিকিমকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত ও স্বাধীন করা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.