আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখের আহ্বান


বৈশাখের বৃষ্টিতেও জোনাকিরা
বড় বেশী উম্মাতাল
ছন্দময় জীবনটাতে একরাশ জলধারায়
পাখ ভিজে গেলেও
অনেক দিনের জমে থাকা ধুলোয়
হয়ত একটু সজীবতা…
তাতেই এই নৃত্য,
ঝুম ঝুম বৃষ্টির শব্দ
আজ শালিকেরও ডাক বাড়িয়ে দিয়েছে…
তাদের কিচির মিচির শব্দ
ঘর ভাঙ্গা আর্তনাদের হলেও
তাতে ঠান্ডা প্রাপ্তির একটি
অনন্য সৌন্দর্যতাও আছে
আছে পিপাশা ঘোচানোর আনন্দও…..
এত বাতাস, তবুও কারো যেন
কোন ভ্রু কুচকানো নেই
ঘর বাড়ি গুলো থরথরিয়ে কাঁপছে
গাছগুলো উপরেও পড়ছে
তবুও সবার মনে কালো মেঘ দেখা আনন্দ
বৈশাখ এসেই গেছে
এ যেন বাঙালীর সেই চিরচেনা বৈশাখ,
হালখাতার বৈশাখ,
ধুলোপড়া মাঠে মেলায় যাইরে আওয়াজ
আর রাস্তার ধারে গুড়ের জিলাপির
মন পাগল করা ঘ্রান…
পান্তা ইলিশে ঘরে ঘরে
নতুন দিনের শুরুর আগমনী গান,
ঝড় ঝাপটার মধ্যেও তাই
খুজেঁ পায় সবাই নতুন প্রান
এ যেন বৈশাখেরই চির তরুন আহ্বান……
(সাঈদ চৌধুরী, রচনাকাল-০৬.০৪.১৪ইং রাত ১০টা ।)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।