আমাদের কথা খুঁজে নিন

   

পশু মানব

পশু মানব - যাযাবর জীবন ওপর দিয়ে দেখলে মনে হয় কত জ্বলজ্বল করছে কত আলো মনের ভেতরে উঁকি দিয়ে দেখনারে মন কত কালো মনের মাঝে ঘুরে বেড়াচ্ছে কত স্বপ্ন কত সাধ খুব সংগোপনে মনের ভেতর লোলুপ তাকিয়ে আছে কতইনা পাপ দিনের আলোয় ডানা মেলা গাংচিলের ছানা রাতের অন্ধকারে ডানা ঝাপটায় শকুনের ডানা দিনের বেলায় দানবীরের মনুষ্যত্ব জেগে রয় রাতের আঁধারে রিপুগুলো থাবা মেলে, বিবেক ঘুমিয়ে রয় দ্বৈত স্বত্বার মাঝে বসবাস মানুষেরই আমি, তুমি বা সে, প্রায় সবাই একই কারো প্রকাশ প্রকট, কেও ঘুম পাড়িয়ে রাখে স্বত্বার ভেতরের দানব খুব মাঝে মাঝে বের হয়ে আসে নখ দন্ত বের হওয়া পশু মানব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।