আমাদের কথা খুঁজে নিন

   

৯৯ ডলারে ফায়ার টিভি

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, অ্যামাজনের ডিভিডি ব্যবসায়ে ভাটা পড়ায় টিভি ব্যবসায়ে ঝুঁকেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে অ্যাপল কিংবা গুগলের সঙ্গে টিভি ডিভাইস সরবরাহকারী হিসেবে একই কাতারে থাকবে অ্যামাজন।

অ্যামাজন জানিয়েছে ফায়ার টিভিতে লেটেস্ট সব গেইম খেলা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সুবিধা পাওয়া যাবে। এতে রয়েছে দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা।

ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের জন্য রয়েছে ডুয়াল ওয়াইফাই কানেক্টর।

ইবুক রিডার কিন্ডল এইচডি ট্যাবলেট বিক্রির সাফল্য, ফায়ার টিভিতেও সফলতা আনতে পারে অ্যামাজনের। এর কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফায়ার টিভিতে বেশ কিছু ফিচার রয়েছে। যেগুলো মানুষকে আকর্ষণ করবে। তাছাড়া, ভয়েস সার্ অপশন সূক্ষ্ ভাবে কাজ করে।

৯৯ ডলারে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যামাজন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।