আমাদের কথা খুঁজে নিন

   

এন্টি থেফট প্রযুক্তি আনল স্যামসাং

স্যান ফ্র্যান্সিককো থেকে টাইম ম্যাগাজিন জানায়, কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করছে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। এতে স্মার্টফোন চুরির ঘটনা কমবে।

এক বিবৃতিতে স্যামসাং উল্লেখ করেছে, “আমরা স্মার্টফোন চুরি বন্ধের জন্য কাজ করে যাচ্ছি, এছাড়া স্মার্টফোনের নিরাপত্তা ও এন্টি থেফট সলিউশন নিয়ে কাজ করে যাচ্ছি।”

টাইম ম্যাগাজিন আরও জানায়, যুক্তরাষ্ট্রে প্রতি তিনটি অপরারধমূলক কাজের মধ্যে একটি স্মার্টফোন চুরির সঙ্গে সংযুক্ত। এতে লাখ লাখ স্মার্টফোন ব্যবহারকারী ঝুঁকি নিয়ে দামি স্মার্টফোন ব্যবহার করছে। স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে ও অপরাধ প্রবণতা কমাতে যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতও স্মার্টফোনে এন্টি থেফট ফিচার যুক্ত করার মত দিয়েছে।

টেক জায়ন্ট অ্যাপলের স্মার্টফোন ও ট্যাবলেটে কয়েক বছর আগে থেকেই ফাইন্ড মাই আইফোন নামে অ্যান্টি থেফট প্রযুক্তি রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।