আমাদের কথা খুঁজে নিন

   

দশ বাপের পোলা



একদা এক ভরদুপুরে,
বসিয়া ছিলাম পুকুরঘাঁটে
,

একপাল বালক দাপাদাপি করিতেছিল পানিতে। তাহাদের মধ্য হতে এক অতিশয় দুষ্ট বালক সকলের আগোচরে ঘাঁটের উপরিভাগের কোনার এক বড় সিঁড়িতে দণ্ডায়মানরত অবস্থায় দুই হস্ত গগণমুখি করিয়া বাকি সকলের মনোযোগ কাড়িতে সক্ষম হইল -
'' হেনতে যে ফাল দিব, উই এক বাপের পোলা ,
আর যে না দিব , উই দশ বাপের পোলা
'' !

বালকপালের কর্ণকুহরে যেন সীসা বর্ষিত হইয়া মস্তিষ্কে অগ্নুৎপাত ঘটাইল । এক মুহূর্ত কালেক্ষেপন না করিয়া পানি হইতে উঠিয়া সেই উচু জায়গা হইতে কোনোরূপ বিচার বিবেচনা না করিয়া নিজেদের 'এক বাপের পোলা' প্রমাণ করিবার লক্ষ্যে একে একে তারা পানিতে ঝাঁপাইয়া পরিতে লাগিল।
অতি আগ্রহ স্বরূপ তাহাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করিতেছিলাম । হঠাৎ নজরে আসিল সেই দুষ্ট বালক যে কি না লম্ফরত সকল বালকের চেতনার উদ্রেক ঘটাইতে সমর্থ হইয়াছিল, সে এক কণে দাঁড়াইয়া দন্ত বাহির করিয়া ইবলিশ ন্যায় হাসিতেছে ।
আমি তাহাকে উদ্দেশ্য করিয়া কিছু বাক্য বিনিময় করিলাম এবং তাহার সহিত আমার কথোপকথন নিম্নরূপ !

- '' কি রে তুঁই ফাল দেস না কেলা ? "
- " ডর করে মিয়া ! "
- " তাইলে তুঁই এক বাপের পোলা অইলি কেম্নে ? তুঁই তো তাইলে দশ বাপের পোলা ! "


কোন সদুত্তর আবিস্কার করিতে পারিলাম না।
কিন্তু লক্ষ্য করিলাম তাহার ইবলিশ ন্যায় হাসি বেকুব মফিজে পরিণত হইতে বিন্দুমাত্র কালবিলম্ব হইল না !!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।