আমাদের কথা খুঁজে নিন

   

││ধান সন্ধ্যার আঁধি││


ভেবেছি স্নান শেষে আহ্নিকের আগেই পৈতেটা রোদে শুকিয়ে নিবো কিন্তু আঙুলের ভাজ গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে খুনসুটিগুলো সুতরাং সম্পর্ক ক্রমহ্রাসমান মানুষের ভিড়, কৌশল না জানা কুসিকাঁটার হাতে বুনতে চাওয়া মাকড়ের জাল; বায়বীয় মাফলার।
আমি না-মানুষ নিস্তব্ধ নির্জন নীরবতায় স্মৃতির ঝোলা কাঁধে ঝুলিয়ে চৈত্রের খাঁ-খাঁ শূন্যতার প্রহর, লোকায়ত পূর্বজরায় ঢুলু-ঢুলু জলজমিনের ভেজা অপরাহ্ণের নিদাঘ তাপ কাটানো তালগোলা গোধূলির প্রস্থানে জ্বালানো পূর্ণিমা; দরিদ্র এক—হতদরিদ্র ভালোবাসা!

০৮.০৪.২০১৪│১১.৫৪│ ধানমণ্ডি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।