আমাদের কথা খুঁজে নিন

   

সাংসদ শওকত হোসেন হিরণ আর নেই

বরিশাল সদর আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ আর নেই। আজ বুধবার সকাল সাতটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবজালুল করিম প্রথম আলোকে জানান, আজ সকাল সাতটায় হিরণের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসব্যবস্থা (লাইফ সাপোর্ট) খুলে নেওয়া হয়।

হিরণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে নেমে এসেছে শোকের ছায়া।

জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, আজ বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হিরণের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় তাঁর মরদেহ হিমঘরে রাখা হবে। আগামীকাল বৃহস্পতিবার বেলা দুইটায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মরদেহ বরিশাল নেওয়া হবে।

সেখানে দ্বিতীয় জানাজা হবে। পরের দিন শুক্রবার জুমার নামাজ শেষে সর্বশেষ জানাজা হবে। এরপর তাঁকে বরিশালের মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

গত ২২ মার্চ রাতে বরিশাল ক্লাবের লনে পায়চারি করার সময় পা ফসকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান হিরণ। তাঁকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে রাত একটায় তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকার অ্যাপোলো হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ২৩ মার্চ তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখান থেকে আবার তাঁকে ঢাকায় ফেরত এনে অ্যাপোলো হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে রাখা হয়। আজ সকালে তাঁর কৃত্রিম শ্বাস-প্রশ্বাসব্যবস্থা খুলে নেওয়া হয়।

দশম জাতীয় সংসদে বরিশাল সদর আসনের সাংসদ হিরণ মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র তিনি।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।