আমাদের কথা খুঁজে নিন

   

খুব সহজ এবং নিরাপদে পুরো ফোল্ডার Hide করুন CMD এর মাধ্যমে

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।
আমার  পক্ষ টেকি'র সকল ব্যবহারকারীদের  কে জানাই আন্তরিক ভালোবাসা।
 
আজ আমি আপনাদের একটি অতি পুরোনো তবে খুবই কার্যকর একটি পদ্ধতিতে আপনার কমপিউটার এর যেকোন Folder হাইড করার পদ্ধতি শেখাবো। এখানে Folder Hide করার জন্যে আমরা CMD (Windows Command Prompt) এর সাহায্য নিবো। এই ধরণের পোস্ট আগে হয়ে থাকলে আমাকে মাফ করবেন।

আর তাছারা এটা একদম এ নতুন কম্পিউটার ব্যবহারকারীদের জন্যে সহায়ক একটি টিউন তবে অভিজ্ঞদেরও কাজে লেগেও যেতে পারে 
আসুন শুরু করি...
১ম ধাপ- Start মেনুতে গিয়ে Run এ প্রবেশ করুন
অথবা Windows Button+R চাপুন
অথবা Start মেনুতে গিয়ে Run লিখে Search দিয়ে Run ওপেন করুন।

২য় ধাপ- তারপর Run Box-এ CMD টাইপ করুন এবং Enter চাপুন।

৩য় ধাপ- CMD লিখে Enter চাপলে নিচের মত Window আসবে=

৪র্থ ধাপ- এই ধাপটি মনোযোগ সহকারে দেখুন। এই কালো বক্সে এই কোডটি লিখুনঃ
attrib +h +s D:/foldername লিখুন এবং Enter চাপুন
এখানে লক্ষ্য করুন D:/ হচ্ছে আপনার Drive
আপনি আপনার যে Drive এর Folder হাইড করতে চান সে Drive এর Letter বসান এবং Foldername এর স্থলে আপনি যে Folder লক করতে চান সেই Folder এর নাম হুবুহু লিখুন।
যেমনঃ
Attrib +h +s E:/Music
আমি এখানে আমার E Drive এর Music Folder টি লিখেছিঃ

কোড লিখে Enter চাপুন।

সঠিকভাবে কাজটি করে থাকলে আপনার কাঙ্ক্ষিত Folder টি Hide হয়ে যাবে।
৫ম ধাপ- Hide হওয়া Folder কে আবার Show করতে আগের কোড এর প্লাস (+) এর যায়গায় শুধু মাইনাস (-) বসিয়ে Enter দিলেই হবে।
যেমনঃ
attrib -h -s D:/foldername
নিচের Screenshot টি দেখুনঃ

আশা করি কাজটি আপনি সফলভাবে সম্পন্ন করেছেন এবং Folder Hide করার পদ্ধতিটি শিখে ফেলেছেন।
এরোকম আরো মজার মজার Tools ও Tips পেতে LifeNews24 এর সাথে থাকুন।
ধন্যবাদ
আমাকে ফেসবুকে পেতেঃ  সৈয়দ সাঈদুর রহমান
প্রথম প্রকাশঃ নিরাপদে ফোল্ডার HIDE করুন


সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।