আমাদের কথা খুঁজে নিন

   

Never lose hope...., Never Stop Expedition....

Never lose hope...., Never Stop Expedition.... বন্ধু অনেক রকমের হয়। কিন্তু মহাসড়ক ধরে আজ অবধি প্রায় ১৫০০ কিলোমিটারের অধিক হাঁটার অভিজ্ঞতা মহান আল্লাহ্‌ তায়ালা আমাকে দান করেছেন। সেই সাথে দিয়েছেন এমন কিছু মানুষের বন্ধুতা যা কিনা বন্ধুত্বের সংজ্ঞায় নতুন মাত্রা যোগ করে। এটা এমন বন্ধুতা যা কিনা একজন ঠাণ্ডা মাথার খুনির সাথে হৃদ্যতা আনে আবার কোন থানার প্রধান কর্মকর্তার অতি প্রিয়ভাজন করে। অশীতিপর বৃদ্ধের ভালোবাসা দেয় আবার ক্লাস এইট পড়ুয়া ছাত্রের কাঁধে হাত রেখে গল্প করার খোরাক যোগায়।

সশস্ত্র বাহিনীর "গুরুগম্ভীর" অফিসারকেও শিশুসুলভ আগ্রহ প্রকাশে আগ্রহী করে। নিজে নিঃস্ব, রিক্ত অথচ আমার ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে নিজের শেষটুকুও দিয়ে দিতে কার্পণ্যহীন উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত মানুষগুলো। জীবনে আগে কোনোদিন দেখাও হয়নি অথচ এক রাতের জন্য অতিথি করে নেবার সে যে কি আকুলতা পথে দেখা পাওয়া সেসব মানুষদের- তা নিজে না দেখলে বোঝা সুকঠিন। জীবনের এক মধুর বৈপরীত্য এই পথের মানুষদের মধ্যে দেখা যায়। "অজ্ঞ" চাচার জ্ঞানগর্ভ উপলব্ধি আবার "জ্ঞানী" অফিসারের নির্বোধ উক্তি- এই পথে না নামলে কি দেখতে পেতাম? হাজার ধরণের মানুষ এই মহাসড়ক জুড়ে প্রতিনিয়ত বিচরণশীল যাদের পথে না নেমে কিছুতেই বোঝা সম্ভব না।

পথের এইসব মানুষের বহুধা বিভক্ত বৈচিত্র্যই আমার এই নিষ্ঠুর একাকী যাত্রাপথের প্রেরণা। নিরাশায় আসা আশা। ---------------------------------------------------------------------- "Never lose hope...., Never Stop Expedition...."  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।