আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন

১. বাংলা সাহিত্যে সনেট প্রবর্তক হলেন-

ক. অক্ষয় কুমার বড়ুয়া

খ. নবীনচন্দ্র সেন

গ. কামিনী রায়

ঘ. মাইকেল মধুসূদন দত্ত

১. 'সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না', বলেছেন-

ক. শরৎচন্দ্র খ. নজরুল ইসলাম

গ. বঙ্কিমচন্দ্র ঘ. রবীন্দ্রনাথ্র

২. সমাস কত প্রকার?

ক. ৩ প্রকার খ. ৪ প্রকার

গ. ৬ প্রকার ঘ. ৮ প্রকার

৩. 'চাষী ওরা, নয়ক চাষা, নয়ক ছোট লোক'-বলেছেন-

ক. কবি ইকবাল

খ. নজরুল ইসলাম

গ. গোলাম মোস্তফা

ঘ. জসীমউদ্দীন

৪. যে বইতে যাযাবর বলেছেন 'আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ,' তার নাম-

ক. বৃষ্টিপাত খ. কৃষ্টিপাত

গ. জামপাত ঘ. দৃষ্টিপাত

 

উত্তরমালা : ১. ঘ ২.গ ৩.খ ৪.ঘ

৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তার নাম-

ক. কবি রওশন জামিল

খ. কবি তালিম হোসেন

গ. কবি হূমায়ুন কবির

ঘ. কবি কাজী নরুল ইসলাম

৬. আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-

ক. শাহ মুহাম্মদ সগীর খ. সৈয়দ হামজা গ. কবি জয়দেব

ঘ. আলাওল

৭. 'সূর্যদীঘল বাড়ি' উপন্যাসটি লিখেছেন-

ক. আনিস চৌধুরী

খ. আবু ইসহাক

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. মীর মোশাররফ হোসেন

 

উত্তরমালা : ১. ঘ ২.গ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.খ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.