লোকসভার তৃতীয় দফার ভোটের আগেই বিহারে ল্যান্ডমাইন বিস্ফোরনে মৃত্যু হল দুই জওয়ানের, জখম হয়েছে আরও তিন জওয়ান। এদিন সকালে বিহারের জামুই লোকসভা কেন্দ্রে ভোটের ডিউটিতে যাওয়ার সময় জওয়ানরা বিস্ফোরনের মুখে পড়ে।
ডিএসপি(খড়গপুর) রঞ্জন কুমার জানান, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ান এবং বিহার পুলিশের একটি দল আলাদা আলাদা করে দুইটি গাড়িতে করে নিজেদের কর্মক্ষেত্রে যাচ্ছিল। ভিমান্ডি জঙ্গলে ঢোকার মুখে শাহ লাখ বাবা মন্দিরের কাছে একটি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই মাওবাদীদের রাখা ল্যান্ডমাইন বিস্ফোরনে গুঁড়িয়ে যায় সিআরপিএফ-এর গাড়িটি।
জখম জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুই জনের, বাকী তিনজনকে মুঙ্গের জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামুইয়ে কেন্দ্রটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো রামাবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান। জেডিইউ প্রার্থী উদয় নারায়ন চৌধুরী, রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী শুধাংশু শেখর ভাস্কর। জামুই ছাড়াও ভোট হচ্ছে মাও প্রভাবিত সাসারাম, কারাকাট, ঔরঙ্গাবাদ, গয়া, নাওয়াদা এই পাঁচটি কেন্দ্রে।
বিহারের পাশাপাশি এই দফায় ভোট হচ্ছে রাজধানী দিল্লির( ৭) সহ হিন্দিবলয়ের বেশ কয়েকটি রাজ্যে। এরমধ্যে আছে বিহারের ৬টি, ছত্রিশগড়ের ১ টি, হরিয়ানার ১০ টি, জম্মু-কাম্মীরের ১ টি, ঝাড়খন্ডের ৫ টি, কেরলের ২০ টি, মধ্যপ্রদেশের ৯ টি, মহারাষ্ট্রের ১০ টি, উড়িষ্যার ১০ টি, উত্তর প্রদেশের ১০ টি।
ভোট শুরু হয়েছে তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান (১), চন্ডীগড় (১) এবং লাক্ষাদ্বীপ (১)-এ।
প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিহার ছাড়া এখনও পর্যন্ত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কোনরকম গন্ডগোলের খবর নেই।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।