আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় যাকে বলে

মাথায় বড় বড় চুল। যদিওবা profie picture দেখলেই বোঝা যায়। ঘোরাঘুরি ভালই লাগে। Khulna Varsity জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। Architecture পড়ার শখ।

তাই দেখি কি হয়। যাই হোক অনেক "কাহিনী" র পর BUET & Medical পরীক্ষা শেষ হয়েছে। অনেক দিন হয়েছে রেজাল্টও দেয়া শেষ । রেজাল্ট এর পর স্বাভাবিক ভাবেই কেও ভালো আছে কেও খারাপ.....মানসিক ভাবে। আমিও এই বারের পরীক্ষার্থী ।

হাজারো জায়গায় যাওয়া হয়েছে। মানুষ যে ভাবে লটারি র টিকেট কিনে সেই ভাবেই আসলে আমি Admission Test Ticket কিনেছি এবং বহু জায়গায় লটারি করে বেরিয়েছি। "যদি লাইগা যায়" এই মনোভাবে আমারা ৪ জন বন্ধু ঘুরে বেরিয়েছি বহু জাইগায়। Net এর সামনে রেজাল্ট এর দিন শুধু মনে পরতো 'ধুর কতদিন যে নামাজ পরি না,জীবনেও পাবো না'। তারপর যেই সেই।

আমার দ্বারা হবে না "ক্যাচাল"। আব্বু আম্মু জিগ্যেস করলে বুয়েট মেডিকেল রেজাল্ট দেই নাই। পাবো না। অসমাপ্তিত......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.