আমাদের কথা খুঁজে নিন

   

গেমস জোন [পর্ব-২৪১] :: গ্র্যান্ড থেফট অটো ৫ – Walkthrough (Intro)

গেমটিকে বলা হয় স্যান এনড্রেস এর রিবুট! কারণ স্যান এনড্রেস দেশকে নিয়েই এই গেম! তবে থাকছে নতুন অনেক চমক!!
সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিএ ৫ এর গাইডে। বিশাল এই গাইডটি আমি অনেকগুলো খন্ডে খন্ডিত করেছি। যেমনটি করেছিলাম ফারক্রাই ৩ এর গাইডে। ফারক্রাই ৩ তে শুধুমাত্র মূল স্টোরিলাইট মিশন মানে ৪০টা মিশন লিখেছিলাম শুধু।
তবে জিটিএ ৫ এর A to Z সবগুলো উপাদান নিয়ে লিখবো তাই অনেকগুলো খন্ডে খন্ডিত হবে।

আর আশা রাখি যে গেমটির পিসি সংস্করণ বাজারে আসার আগেই গেমটির গাইড লিখা শেষ করতে পারবো।
আজ জিটিএ ৫ এর গাইডের Intro এপিসোড। আজ সরাসরি মেইন মিশনগুলোতে যাবো না। তবে আজ রয়েছে গেমটির সর্ম্পকে বেসিক কিছু ধারণা।


যখন তুমি তিনজন ক্যারেক্টারের মধ্যে নির্দিষ্ট কোনো চরিত্র নিয়ে গেমটি খেলবে তখন উক্ত চরিত্রের আলাদা নিজস্ব কিছু স্কিলস ব্যবহার করতে পারবে।

আর এই সমস্ত স্কিলস তুমি একশন এর মাধ্যমে আপগ্রেড করতে পারবে। উল্লেখ্য যে, একবারে শুধুমাত্র উক্ত চরিত্রের উক্ত স্কিল আপগ্রেড হবে।



অন্যের গাড়ি চুরি করার মজা একমাত্র জিটিএ গেমস সিরিজেই পাওয়া যায়!হাহাহাহ! প্রত্যেকটি প্লেয়ার চরিত্রের নিজস্ব আলাদা আলাদা গাড়ি রয়েছে। এবং এগুলো আপগ্রেড করা যাবে।
আর গাড়ি ‍চুরি করতে হলে উক্ত গাড়ির চাবি থাকতে হবে তোমার কাছে।

যা তুমি গাড়ির মালিকের কাছ থেকে ছিনিয়ে নিতে পারো।
আর এছাড়াও গাড়ির জানালা ভেঙ্গে এবং ইঞ্জিণের তার-তুরে সংযোগ লাগিয়েও গাড়ি চুরি করতে পারো। মানে পুরোই বাস্তব ইফেক্ট পাওয়া যাবে এই গেমে।
আর চলন্ত গাড়ি চুরি করার সময় ড্রাইভারকে বাইরে টেনে ফেলে দিতে হবে আগে। মনে রাখবে, নিজের গাড়ি ফিরে পেতে ড্রাইভারা তোমায়ও ফেলে দিতে পারে, আঘাত করতে পারে, গুলি করতে পারে এমনকি আরেক জনের গাড়ি চুরি করে তোমার পিছে ধাওয়া করতে পারে!
গাড়ি রাখার স্থান হলো গ্যারেজ।

চুরিকৃত গাড়ি প্রথমে গ্যারেজে পাকিং করলে উক্ত গাড়ির লাইসেন্স তোমার নামে হয়ে যাবে। এরপর শহরের কোথায় গাড়িটি রেখে আসলে অথবা হারিয়ে গেলে উক্ত গাড়িটি তুমি পুলিশ স্টেশনের গ্যারেজে পাবে। এখান থেকে গাড়িটি তুমি ২৫০ ডলার খরচ করে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে।
গ্যারেজের স্থান বাড়াতে হলে শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িগুলো কিনতে হবে তোমায়।
গাড়ি সমুহের আপগ্রেডের মধ্যে রয়েছে পারফরমেন্স, আউটলুক এমনটি গাড়ির সাউন্ড সিস্টেম সহ Horn বদলাতে পারো তুমি!
অস্ত্র নির্বাচনঃ


পুরো স্যান এনড্রেস শহর জুড়ে অনেকগুলো অস্ত্রের দোকান রয়েছে।

যেখান থেকে তুমি আনলক কৃত অস্ত্র এবং বোমা সাথে গুলি ও আরমর কিনতে পারো আর শুটিং রেঞ্জ এ প্রাকটিস করতে পারো। আর এছাড়াও টাকার অপচয় না করে মৃত শত্রুর বডির কাছেও অস্ত্র এবং গুলি সহ বোমাও পেতে পারো। আর সাথে টাকাও পাচ্ছো!!
তবে অস্ত্রের দোকানে গিয়ে তুমি তোমার অস্ত্রের আপগ্রেড করতে পারো। যেটা খুবই কাজের। আর সবচেয়ে ভারী এবং দামী আরমর হচ্ছে ২৫০০ ডলারের।

যেটি তোমায় গুলির আঘাত থেকে ম্যাক্সিমাম প্রটেকশন পেতে পারো।
গেমটির শুরুতে তোমার কাছে তেমন টাকা থাকবে না। তাই তোমাকে দ্রুত এবং সহজ উপায়ে গেমটিতে টাকা কামাতে হবে বেঁচে থাকার জন্য। গেমটিতে অনেক উপায় রয়েছে টাকা কামানোর।



স্যান এনড্রেস দেশজুড়ে তুমি অনেক প্রোপার্টি পাবে যেগুলো তুমি খরিদ করতে পারো।

এগুলোর মধ্যে কিছু কিছু প্রোপার্টি খরিদ করে কিছু সাইড মিশন আনলক করতে পারো যেমনটি ভাইস সিটিতে করা যেত। আবার অধিকাংশ প্রোপার্টি খরিদ করে একে ব্যবসায় খাটিয়ে এদের থেকে মোট অংকের টাকা কামাতে পারো।
এসব প্রোপার্টি খরিদ করার পরই একটি মিশনের ডাক / খবর আসবে। উক্ত মিশন কমপ্লিট না করলে উক্ত প্রোপার্টি থেকে সাপ্তাহিক আয় কমে যাবে অথবা আয় একেবারেই আসবে না। তাই সাবধান।



প্রোপার্টি খরিদ করার আগে ১০ বার ভেবে চিন্তা করে নিবে। কারণ এগুলো হচ্ছে লং টার্মের ইভেন্সমেন্ট। প্রত্যেকটি সপ্তাহ ৫ ঘন্টা বাস্তব সময়ের সমান এবং গেমটির ১০০% কমপ্লিট করতে হলে ৫টি ইনকামিং প্রোপার্টির মালিক হতে হবে তোমাকে। তাই অন্তত ৫টি লাভজনক প্রোপার্টি খরিদ এবং চালু রাখতে হবে তোমাকে।
এদের মধ্যে Smoke on the water এবং The Hen House এই দুটি প্রোপার্টি থেকে অনেক আয় আসবে।


এছাড়াও Waste Dump প্রোপার্টি তোমাকে প্রতিটি ধ্বংসপ্রাপ্ত গাড়ির জন্য ১৫০ ডলার করে দিবে। ওদিকে Sonar Collections Dock প্রোপার্টি তোমাকে প্রতিটি নিওক্লিয়ার ওয়েস্টের জন্য ২৩ হাজার ডলার দিবে। গেমটিতে মোট ৩০টি নিওক্লিয়ার ওয়েস্ট রয়েছে। তবে এর আগে এগুলো মানে প্রোপার্টি গুলো তোমাকে খরিদ করে নিতে হবে।
এছাড়াও একটি টেক্সি কোম্পানি খরিদ করলে তুমি ফ্রি তে টেক্সি চড়তে পারবে।


তবে শুধুমাত্র ফ্রাঙ্কলিন এর জন্য Lost Santos Customs Workshop কিনতে সেখান হতে ফ্রি গাড়ির আপগ্রেড পেতে পারো। এটি Grand Senora Desert এ অবস্থিত ।
পুলিশ মামা এবং এর ক্ষমতাঃ

যেখানে সন্ত্রাস সেখানেই পুলিশ মামা! তুমি গেমটিতে কোনো প্রকার সন্ত্রাসী কাজ শুরু করলেই পুলিশ তোমার পিছে লাগবে।
এক তারকায় একটি পুলিশ গাড়ি তোমার পিছে লাগবে এবং তোমাকে গাড়ি থামাকে বলবে। কোনো প্রকার গুলি ছুড়বে না।

তবে তা না মানলে কিছুক্ষণের মধ্যেই এটি দুই তারকায় রুপ নেবে।

চোপ!!!


চোপ একটি বিদেশি কুকুর যেটি ফ্রাঙ্কলিন এর কাছে থাকে। এটিকে তুমি প্রথম দেখতে পাবে গেমটির চার নম্বর মেইন স্টোরিলাইন মিশনে। চোপ এর সাহায্যে খুনকৃত মানুষদের কাছ থেকে লুকায়িত টাকা পয়সা, গহনা ইত্যাদি সংগ্রহ করতে পারো তুমি।
চোপের সাথে তুমি বল নিয়ে খেলা করতে পারে এবং মেইন স্টোরিলাইনে মিশনগুলো খেলে তুমি চোপের স্কিলসগুলো আনলক করতে পারো।



এই বেইসে প্রবেশ করে তুমি খুঁজে পাবে রাইনো ট্যাংক, লেজার পি-৯৯৬ জেট বিমান, মিলিটারী হেলিকপটার সহ বহু কিছু। এমনটি বাজুকাও পেতে পারো। বলা যেতে পারে যে গেমটির সকল হেভি এবং চরম অস্ত্রগুলো এই বেইসে লুকিয়ে আছে।







গেমটির ভিতরেও ইনগেম মোবাইল এবং কম্পিউটার রয়েছে। আর রয়েছে ইন্টারনেট সংযোগ!! যা বাস্তব দুনিয়ার মতোই সাজানো হয়েছে।

আরো মজার ব্যাপার হলো, তোমার নেট সংযোগ থাকলে গেমটির মধ্যে পিসি দিতে বাস্তব দুনিয়ার নেট ব্রাউজিং করা যাবে!!
আর নেট কানেক্টশন না থাকলেও চিন্তা নেই। নেটের মাধ্যমে তুমি জিটিএ সিরিজে অন্যান্য গেমসের অজানা কাহিনী সহ গেমটির শেয়ার মার্কেটের টিপস পাবে।

গেমটির ১০০% কমপ্লিট করার জন্য শুধু মেইন স্টোরিলাইন মিশনগুলো খেললেই চলবে না। আরো অনেক কাজ করতে হবে। যা করার জন্য গেমটির পিছে প্রচুর সময় ব্যায় করতে হবে।


উল্লেখ্য যে, স্পেসশীপের সমস্ত অংশ খুজে পেলে Fort Zancudo  বেইসে একটি স্পেসশীপ আনলক হবে। এটি গেমের সবচেয়ে ইউনিক এবং অদ্ভুত Vehicle !! তবে সাবধান। এটিতে চড়লেই এলিয়েদের সাথে তোমার যুদ্ধ শুরু হবে!!!
আজ অনেক কথা বলে ফেললাম! আর নয়! আগামী পর্বে গেমটির মূল মিশনের গাইড লিখা শুরু করবো। তাই আজ বিদায় নিচ্ছি।
ধন্যবাদ
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad> সময় পেলেই ঘুরে আসো গেমস জোনের ফোরাম থেকে : http://www.gamewala.ga / http://www.gamewala.cf / http://www.gamewala.ml  অথবা ডাইরেক্ট লিংক: http://www.gamewala.hostyd.com>> ফোরামটি ডাইরেক্ট লিংক দিয়ে সাজানো হয়েছে।

এখানে এলে আর হন্য হয়ে নেটে গেমসের ডাইরেক্ট লিংক খুঁজতে হবে না তোমায়!

সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.