আমাদের কথা খুঁজে নিন

   

অবাস্তব কথা জল বৃক্ষফল



আমি অসম্ভব নিরপেক্ষ সমুদ্রের চোখে চোখ রাখলাম অবাস্তব কথা জল বৃক্ষফল হাতে তুলে দিয়ে অক্লেশে উড়ে গেলাম যেখানে আকাশ ঋষিতুল্য মৌনতায় সীমাহীনতার পরিধি বাড়ায় রোজ রাতে যখন ঘুমপরী গান গায় বিষন্ন সুরে

তোমাদের বুঝি কোন কাজ নেই শ্রমছিন্ন অলস প্রহর এবং ঘুমায় শহর তোমরা নিশিগ্রস্ত রাত্রির প্রাচুর্য দেখো নিসঙ্গ পেঁচার ডাক শুনতে শুনতে অজানা আলোর আশায় বুক বাধো ভাবছি আমিও যোগ দেবো তোমাদের সাথে আঘাতে প্রত্যাঘাতে ভালোবাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত দেহে বসে থাকবো প্রেতমুগ্ধ বিভ্রান্ত ছায়ায়

আর যদি ফিরে যাই নদীটির কাছে তবে জেনো আমার ভুলগুলো সমর্পিত হলো অমার্জনীয় স্পর্ধায় জেনো আজ ধ্রুবতারা নেই অসহনীয় অক্ষমতার করতলে যে মেঘ নৃত্যরত তার কোন পরিচয় নেই পত্রহীন বৃক্ষের নিঃসঙ্গ দীর্ঘশ্বাস অপেক্ষারত আমার জন্য

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।