আমাদের কথা খুঁজে নিন

   

চুন খেয়ে মুখ পোড়ে-------------

সমাজ ও রাষ্ট্রের যাবতীয় আনাচার-অবিচার-অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে আজীবন-আমরণ প্রতিবাদীকন্ঠ। চুন খেয়ে মুখ পোড়ে দই দেখে লাগে ভয়!! আমাদের অনেকেরই এমন অবস্থা বলেই এই শিরোনাম দিলাম আরকি? অনলাইনে আয় করা যায়-তা-ও আবার লাখ লাখ বা হাজার হাজার টাকা-এই বাংলাদেশেরই অনেকে তা করছেন! কিন্তু এখনও এযুগে এসেও অনেকেই একে ভুয়া বা ধোঁকাবাজি মনে করেন, যা আদৌ সঠিক নয়। আসলে অনেকেই ফেক সাইট বা ফেক লাইনে কাজ করে অনেক টাকা আয় করেও তুলতে না পেরেই হয়তো এমন ধারণায় পড়ে আছেন। তাদের পুরোপুরি দোষ নয়---ফেক সাইট আর আসল আয়ের সাইট না চেনাই তাদের ভুল। আমিও এমন ভুল করে ১২ হাজার ডলার আয় করেও পাইনি।

যাক, ওডেস্কসহ বিভিন্ন সাইট আছে যারা টাকা পেমেন্ট করে বলে প্রমাণিত। মাইক্রো জব করেও টাকা আয় করতে পারেন যারা ইংরেজিতে ভাল নয়। আমি একটা বাংলা সাইটের ঠিকানা দেব যেখানে পাবেন কারা কারা টাকা আয় করেছেন-তাদের সাক্ষাৎকারও। আর আমিও সামান্য একটু কাজ করেই দুদিনে আয় করেছি ৩০ ডলার এবং পরীক্ষামূলকভাবে আজ তা উত্তোলনও করেছি আমার ব্যাঙ্ক একাউন্ট থেকে। কাজ হলো সাইন আপ করেই সাইন আপ বোনাস হিসেবে ২ডলার পাবার পর আপনার লিঙ্কটা শেয়ার করবেন ফেসবুক, ব্লগ, টুইটারসহ বিভিন্ন মিডিয়ায়।

যারাই আপনার লিঙ্কে ক্লিক করবেন--আপনার একাউন্টে জমা হবে পার ক্লিকে অর্ধ ডলার। দেখুন না হয় আরেকবার ঠকে!! লিঙ্ক--এখানে ক্লিক করে সাইন আপ করুন টাকা তুলতে যে সহজ একাউন্ট দরকার তাও ওপেন করতে পারেন এখান থেকে আরও বিশদ জানতে এখানে ক্লিক করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।