আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে এইমাত্র ভূমিকম্প হয়ে গেল

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা চট্টগ্রামে এইমাত্র ভূমিকম্প হয়ে গেল, আমি হালিশহরে থাকি। আমাদের বাসাটি ইটের ভিত্তির ওপর দাঁড় করানো। তাই তাতে কি রকম ক্ষতি হয় জানিনা, দেয়ালে ফাটল অনেক দেখায় দ্যয়। কম্পুটারের সামনে যেই প্লাস্টিক চেয়ারে বসেছিলাম, সেটি ভীষণভাবে বড়ে উঠল। এরকম চড়া অনুভব করলে আমি সাধারনতঃ ভূমিকম্পই মনে করে থাকি।

ওটা সঠিক কি না তা দেখার জন্য সিলিং ফ্যনগুলুর দিকে তাকাই। ঐ সিলিং ফ্যনগুলো যদি দুলে, তখন নিশ্চিত বলতে পারি, ভূমিকম্প হয়েছে। এবারে সিলিং ফ্যনটি দুলেছিল। স্থায়িত্ব নুন্যতম দশ সেকেন্ড। মাত্রা বলতে পারব না, তবে কাঁপুনি অনুভব করে মনে হয় "রক্টার স্কেল" এ ৬ এর ওপর হবে।

আশা করি সবাই ভাল আছেন। ক্ষয় ক্ষতি এখনও জানিনা। আশা করি সেটি ও খুব একটি হয় নি। একটু আগে চাঁদপুর থেকে আসলাম। সরাসরি নয়, ভেঙ্গে ভেঙ্গে।

তথা চাঁদপুর - কুমিল্লা বোগদাদে, কুমিল্লা - চাঁটগা পৃন্স-সৌদিয়াতে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.