আমাদের কথা খুঁজে নিন

   

এক ফোঁটা কলঙ্ক

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। মন খারাপের ক্ষণ বুকের গহনে লজ্জা-শরম ভুলে আসে মাঝরাতে; জানালার শার্শিতে বাঁশরীর তানে স্মৃতিগুলো ফিরে আসে বৃষ্টির সাথে। পুরাতন বছরের গ্রন্থিদহনে চন্দ্রিমার আলোক ঘুমায় প্রভাতে; কালবৈশাখী ওঠে আকাশ জীবনে- সঞ্চিত পাপ নাশে অয়োময় রাতে। বেনি দোলানো বাতাস গন্ধ বিলায়, বেদনার জলধারা ঝরে টুপটাপ; মোম বিকেলের আলো ক্রমে গলে যায়, নীলিমায় তারকারা বসে চুপচাপ। এক ফোঁটা কলঙ্ক দিয়ে যাও মোরে, ভালোবাসা মেখে তায় চুমিবো আদরে। (বিঃ দ্রঃ- একটি সনেট লেখার প্রয়াস মাত্র; এটা কি সনেট হয়েছে?)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।