আমাদের কথা খুঁজে নিন

   

শেষ মূহুর্তের প্রস্তুতিঃ প্রসংগ-বাংলা ব্লগ ডে ২০১২, যুক্তরাষ্ট্র

. আর মাত্র কয়েকঘন্টা বাকি, শেষ মূহুর্তের প্রস্তুতি ও একটি দুঃসংবাদ সব একাকার (প্রসংগ-বাংলা ব্লগ ডে ২০১২, আমেরিকা) (পোষ্ট যখন দিচ্ছি তখন স্থানীয় সময়কাল রাত ১২ টা ১০ মিনিট) “বাংলা ব্লগ ডে ২০১২, আমেরিকা” ব্যানারের ব্লগ ডের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ডুমস ডের কাউন্ট ডাউন না করলেও ব্লগ ডের কাউন্ট ডাউন অলরেডী শুরু হয়ে গেছে। আপনারা সবাই নিশ্চয় সচিত্ত চিত্তে অবগত আছেন কাল ২২ ডিসেম্বর রোজ শনিবার অনুষ্টিত হতে চলেছে বাংলা ব্লগ ইতিহাসের প্রথম আমেরিকায় ব্লগ ডে। এই উপলক্ষ্যে আমরা গত এক মাস ধরেই নানা ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি। যার সফল সমাপ্তি হতে চলেছে কালকে।

আমরাই একমাত্র আয়োজক যারা নিজেদের ব্যানারেই বাংলা ব্লগের স্লোগানেই আয়োজন করতে যাচ্ছি এই ব্লগ ডে ২০১২। কিন্তু ইতিমধ্যে একটি দুঃসংবাদ আমাদের সবার হৃদয়ে নাড়া দিয়েছে। কিছুক্ষন আগে খবর পেলাম আমাদের সম্মানিত আরিফ ভাইয়ের বাবা (শুক্রবার বাংলাদেশ সময়) দুনিয়া ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। খবরটা শুনার পর আসলেই অনেক খারাপ লাগল।

কিন্তু সান্তনা দেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই। আল্লাহ উনাকে বেহেশতে নসিব করুন এই দোয়াই করছি। আরিফ ভাই আমাদের জানিয়েছেন তারপরেও তিনি আমাদের সাথে আছেন এবং থাকবেন। হয়ত স্বাভাবিক আনন্দমুখর পরিবেশে তাকে নাও পেতে পারি কিন্তু তিনি যে আমাদের সাথে থাকবেন তাই বা কম কিসে? (উল্লেখ্য আমাদের ব্লগ ডের ব্যানার টা আরিফ ভাইয়ের বিশেষ সহায়তায় তৈরী করা হয়েছে) পরবর্তী ঘটনা এই যে, আমাদের ব্লগ ডের মূল অনুষ্টানমালা কাল অর্থ্যাত ২২ ডিসেম্বর ২০১২ রোজ শনিবার ঠিক সন্ধ্যা ৫ টায় কোরান তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে। এজন্যে সকল ব্লগার কে যত আর্লি পারা যায় পৌছানোর আহবান জানাচ্ছি ।

যারা অনেক দূর থেকেও আমাদের সাথে যোগাযোগ রাখবেন অর্থ্যাৎ গুগল হ্যাংআউট করবেন তারা এই আইডিতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান, ব্লগার রাগিব ভাই, সায়েদা সোহেলী, দায়িত্ববান নাগরিক, কলাবাগান সহ সকল ব্লগার দের বলব আপনারা যারা সরাসরি আমাদের সাথে যোগ দিতে পারছেন না তারা অন্তত গুগল হ্যাংআউটের মাধ্যমে আমাদের সাথে থেকে ইতিহাসের অংশ হবেন। ইমেইলঃ মুছে দেয়া হয়েছে আইডিঃ মুছে দেয়া হয়েছে লোকেশন সহ সব তথ্য ২য় দফা বৈঠকে সবকিছু সমাপ্ত এখন কেবল ২২ তারিখের অপেক্ষা। -প্রসঙ- বাংলা ব্লগ দিবস ২০১২, আমেরিকা। সুন্দর হোক সবার আগামীর পথচলা, সার্থক হোক সবার জীবন এই কামনা করে পোষ্ট শেষ করছি। (কৃতগ্গতা: নিরব নিলয়) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।