আমাদের কথা খুঁজে নিন

   

সেই দিন এই দিন

আমার মাঝে আমি,নিজেকে বার বার খুজি । জয় হোক স্বপ্নের,সত্যি হোক জীবনের আশা । মানুষের মাঝে মানুষ,উড়ায় হৃদয়ের ফানুশ । সেই দিন এই দিন বালুময় এক মহাসুমুদ্রে,আল্লাহের নাম যপে রাতের পর রাত,দিনের পর দিন অভুক্ত থেকে কেটেছে সময়,মনে প্রাণে আল্লাহ কে চেয়ে । দশটি বছর ঘর বাড়ি ছেড়ে নিঃস্ব পথিক হয়ে পরিবার পরিজন সব ছেড়ে,মদিনার ময়দানে নইতো উহুদের প্রান্তরে ৭০ জন শহীদের রক্তে নতুবা প্রিয় নবি আঘাতে জর্জরিত হয়ে তায়ফে, বদর,খাইবার,খন্দকের যুদ্ধের ফলশ্রুতিতে মক্কার দুয়ারে ইসলামের পতাকা হাতে পত পত করে উড়ছে মাথা তুলে । ২৩ বছরের সংরামের ফলে,কাবা মুসলিমদের ভেঙে ফেলা হল ভিতরে থাকা মূর্তিদের কত রক্ত কত ত্যাগ সংগ্রামের ফলে জয় হল ইসলামের । সময় গড়িয়ে ১৫০০ বছর পরে পুনরাই ফিরে যাচ্ছি আইয়ামে জাহেলিয়াতে স্ম্রিতি সোধ,শহীদ মিনার,কবরে প্রতিনিয়ত করছি পূজা ফুল দিয়ে মহানবী (স) ও আল্লাহর বানী ভুলে, ফেসবুক টুইটারে আমরা থাকি বসে । তাবলীগ, দেওবন্দ, কাদিয়ানি, শিয়াদের অত্যাচারে ইসলামকে ভুলে আমরা ছুটছি কাফিরদের পথে । মৃত্যুকে গেছি ভুলে,সাটেলাইট হাতে পেয়ে মা-বোন কে তুলে দিচ্ছি টাকার বিনিময়ে মুসলমান বংশে জন্ম দাবি করি মুসলিম হাদিস কুরআন মানিনা, তবে আমরা কেমন মুসলিম ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।