আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিগুলো ক্ষরণে

অনুভূতিগুলো ক্ষরণে - যাযাবর জীবন আমি মনে হয় ভুল করছি কান্না ঝরাচ্ছি তোর বিহনে সত্যি সত্যি ভুল করছি রক্ত ঝরাচ্ছি ক্ষরণে। কষ্টগুলোকে আমরা বুকে ধরে রাখতে চাই না কান্নায় ঝরিয়ে দেই মনের যত দুঃখ গাঁথা যখন প্রিয়জন চলে যায় অন্যভূবনে কিংবা অন্যকোথাও অন্যকারণে আকুল কান্নায় ভাসি অশ্রুজলে হৃদয়ে রক্ত ঝরে কিছু ক্ষরণে কিছু সময়ের তরে মনের যত কষ্টগুলো সব ভাসিয়ে লোনা জলের সাগরে অনুভবগুলো ধীরে ধীরে বিলীন হয়ে আসে অনুভূতিগুলো যায় ধীরে ধীরে কমে দুঃখের কিংবা কান্নার ঝরা জলে। এ আমি কি করছি? আমি তো এ হতে দিতে পারি না। তোর বিরহে ভাসছি কেন কান্নার সাগরে রক্ত বইয়ে দিচ্ছি হৃদয় ক্ষরণে কষ্টগুলো আছে হৃদয়ে যত তবে কি আমি তোকে ভুলে যাওয়ার চেষ্টা করছি মনের কোনো সংগোপনে কিংবা তোর ভালোবাসাকে ভুলিয়ে দিতে অশ্রুজলে সাগর করে হৃদয় থেকে খুব যতনে। ভালোবাসার জাগ্রত অনুভব থাকুক হৃদয়ে অম্লান ভাসব না আর অশ্রুজলে রুখব হৃদয়ের সকল ক্ষরণ; বাঁধ দিয়ে শক্ত হাতে তোর জন্য এতটুকু ভালোবাসা হারিয়ে গেলে কান্নাজলে সেদিন সত্যি হবে যে আমার মরণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.