আমাদের কথা খুঁজে নিন

   

নাহ, কাল পৃথিবী ধ্বংস হচ্ছেনা। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে ২৪৩৬ সালের ১ অক্টোবর(২/১ টা ১৮+ শব্দ )

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। নাহ, কাল পৃথিবী ধ্বংস হচ্ছেনা। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে ২৪৩৬ সালের ১ অক্টোবর…এই হিসেবে পৃথিবীর আয়ু আছে আরো প্রায় ৪২৪ বছর। ভবিষ্যত বক্তা হিসেবে বিশ্ব সর্বাধিক আলোচিত ব্যক্তি ফ্রান্সের নস্ট্রাডামস পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভবিষ্যবাণীর পক্ষে কিছু নিদর্শন তুলে ধরেছেন… ১.মানুষ অন্য গ্রহে বসতি স্থাপন করতে চেষ্টা করবে (কিন্তু- চেষ্টা চলছে তবে আপাতত কোন সুযোগ তৈরি করতে পারেনি) ২.বিশ্ব অর্থনীতি ধ্বংস হয়ে যাবে (কিন্তু- বিশ্ব অর্থনীতি এখনো ধ্বংস হয়নি) ৩.সম্পদের বৈষম্য সৃষ্টি হবে (কিন্তু- বৈষম্য?? আদ্দিকালের কথা!!!) ৪.সৃর্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে…পৃথিবীর গতি ও আলো স্তিমিত হয়ে যাবে (কিন্তু- যা ঠান্ডা পড়ছে কদিন থেকে, পৃথিবীর গতিও ঠিকই আছে তবে আলোটা একটু স্থিমিত) ৫.সৌরশক্তি নির্ভর হয়ে পড়বে মানুষ (কিন্তু- আপাতত ডিজিটালভাবে আমরা নিয়মিত বিদ্যুত পাচ্ছি) ৬.চিকিত্‍সা শাস্ত্রের উন্নতি ঘটবে…মানুষের আয়ু বেড়ে দাড়াবে ২০০ বছরে। (কিন্তু- ওরে বাবা সেকি কথা ! ২০০ বছর !!! কবে? ) ৭.সামাজিকতা আর নৈতিকতার অবনতি ঘটবে চারগুন বেশি (কিন্তু- সামাজিকতা কি? নৈতিকতাই বা কি? ) ৮.ধর্মের প্রতি আসবে অবিশ্বাস…ধর্মের অস্তিত্ব বজায় থাকবেনা (আমি কিন্তু এটি বেশ দেখছি!!) ৯.নগ্নতা,অপরাধপ্রবণতা চরম শিখরে পৌঁছে যাবে ( বিশ্বাস করুন আর নাই করুন শুধুমাত্র এই পয়েন্টটার জন্য মনে হচ্ছে পৃথিবী কাল ধ্বংস হবে) ১০.সবছেয়ে দুঃখজনক হল সমকামী লোকের সংখ্যা বহুগুনে বৃদ্ধি পাবে (ছি কি খারাপ কি খারাপ, এমনটা হয় নাকি?? ) এবার আপনিই হিসেব করুন, পৃথিবী কাল ধ্বংস হচ্ছে কি না! আর হিসেব করতে না চাইলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। নিশ্চিত থাকুন কাল আপনি আপনার ফেবু স্ট্যাটাস আপডেট করতে পারবেন, মরবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।