আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজিত হত্যাকান্ডে জবিতে বহিষ্কার আরও ৪ শিক্ষার্থী

আমি বই পড়তে ভালোবাসি।ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। পুরান ঢাকায় পথচারী বিশ্বজিত দাস হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ আরো চার ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব শিক্ষার্থীরা হলেন, মনোবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের মো. কাইয়ুম মিয়া টিপু, রসায়ন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের রাজন তালুকদার, ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের মো. সাইফুল ইসলাম ও জিএম রাশেদুজ্জামান শাওন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়টি উঠে আসায় এই চার ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে রাজন ছাড়া বাকি তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পাকের্র কাছে হামলায় নিহত হন দজির্র দোকানি বিশ্বজিত। ছাত্রলীগের একদল নেতা-কর্মী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.