আমাদের কথা খুঁজে নিন

   

তুমি সবুজের মাঠ পেরিয়ে ছুটে চলা দুরন্ত হরিণী হয়ে থাকো

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি। কত দিন ভেবে রেখেছি তোমার মুখোমখি হলে কোনো কথা বলবোনা। বলার মত কিছুই নেই আমার। কেবল তোমার চোখের তারায় চেয়ে থাকবো।

ভেসে উঠবে আমার পুরনো দিনের স্মৃতি। ধা্ন ক্ষেত ফেলে তুমি যখন ছুটে আসতে আমার সামনে, কাদা মাখা আলের মাটি লেগে থাকতো তোমার পায়ে, আমি মুগ্ধতার আবেশ ছড়িয়ে যাওয়া সেই পায়ের দিকে তাকিয়ে কথা বলতাম। তোমার চোখে তাকালে আমি কেবল সেই সব দিনের কথা মনে করি। এখন এ সব কেবলই স্মৃতি। জানি না, সময় কেন এমন বদলে যায়।

সেই বদলানো সময়ে আমি দাঁড়িয়ে। আমাকে কেউ এখন আর আগের মত দেখতে চায় না, কিম্বা আমিও। এভাবে বদলের কোনো কারণ আমি খুঁজে পাই না। পাইনা নির্মোহ ভালোবাসার জণ্য হাতের মুঠোয় প্রাণ নিতে। বয়সের সাথে সাথে সাথে একটা বিনীতভাব চলে এসেছে।

আগের সেই আমি এখন কেমন জানি। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি। সেটি হলো তোমার প্রতি আমার টান, ভালোবাসা। আমি চাই না এটা কখনো বদলাক। আমার জীবনের শেষ দিন পর্যন্ত তুমি সবুজের মাঠ পেরিয়ে ছুটে চলা দুরন্ত হরিণী হয়ে থাকো, আমি তোমার সেই ছোট বেলার মুখটা মনে করে অনেক শান্তি পাই।

সারা দিনের ক্লান্তিকর চাপের ভেতর আমি তোমার সেই মুখটা মনে করে খুব প্রশান্তি পাই। আমি জানি এ প্রশান্তি আমার কাছে আর কারো মুখ দিতে পারে না। কী অদ্ভূত তাই না? অথচ আমি এখন পুরো মাত্রায় সংসার করি। আমার মত আরো অনেকে হয়তো থাকবেন যারা নিয়ত নিজের সাথে এমন আশ্চর্যজনক সংগ্রাম করে টিকে আছেন। জানি থাকতে হয়, থাকতে হবে।

এটাই নিয়তি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।